General Election 2019: ভারতী ঘোষের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ভোটের প্রচার সেরে ঘাটাল ফেরার পথে তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী ভারতী। প্রাক্তন আইপিএসের পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানায় অজ্ঞাতপরিচয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভারতী।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
আরও পড়ুন: ‘‘কাদা ছোড়াছুড়ি না করে উন্নয়নের কথা বলুন’’, ভারতীকে পরামর্শ দেবের
ঠিক কী অভিযোগ? শনিবার সন্ধ্যায় প্রচার সেরে সরবেরিয়া থেকে ঘাটাল ফেরার পথে তাঁর গাড়িতে কয়েকজন তৃণমূল কর্মী ইট ছোড়ে বলে অভিযোগ জানিয়েছেন ভারতী। শুধু তাই নয়, ভারতীর পোলিং এজেন্ট অয়ন দণ্ডপাটকে মারধর করা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগের পাশাপাশি এ ঘটনা নির্বাচন কমিশনের নজরেও এনেছেন ঘাটালের বিজেপি প্রার্থী।
আরও পড়ুন: ‘ঘর কা ছোরো’ সব্যসাচীর ‘ঘর’ ছাড়ার জল্পনা তুঙ্গে
দলের প্রার্থীর গাড়িতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘এ ধরনের কাজ করে নিজেদের কবর খুঁড়ছে তৃণমূল। এটা নতুন কিছু নয়, আমার গাড়িতেও অতীতে হামলা চালানো হয়েছে। যে কোনও ভাবে আমাদের রুখতে বেআইনি কাজ করতে ওরা মরিয়া হয়ে উঠেছে।’’ এ ঘটনা প্রসঙ্গে ঘাটালে ভারতীর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘আমরা বদলা নেওয়ায় বিশ্বাসী নই। আমরা হিংসায় বিশ্বাসী নই। কারও গাড়িতে হামলা চালানোর কথা ভাবতে পারি না।’’
Read the full story in English