Advertisment

বড় বিপাকে ভারতী? কলকাতা থেকে ভিডিও গেল দিল্লিতে

Loksabha Election 2019: ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ সম্পর্কে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

author-image
IE Bangla Web Desk
New Update
bharati ghosh, election commission, loksabha election 2019, ভারতী ঘোষ, নির্বাচন কমিশন, লোকসভা নির্বাচন ২০১৯

ভারতী ঘোষ সম্পর্কে রিপোর্ট নিল নির্বাচন কমিশন।

General Election 2019: ‘‘ভয় দেখাবেন না, বাড়ি থেকে টেনে বের করে কুকুরের মতো মারব,’’ তৃণমূল কর্মীদের এ ভাষায় হুঁশিয়ারি দিয়েই এবার আরও অস্বস্তি বাড়ল ভারতী ঘোষের। ঘাটালের বিজেপি প্রার্থীর এই মন্তব্য নিয়ে এবার নড়েচড়ে বসল খোদ নির্বাচন কমিশন। ভারতী ঘোষ সম্পর্কে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ভারতীর এই মন্তব্যের জেরেই দিল্লির নির্বাচন কমিশনের রিপোর্ট তলব বলে জানা যাচ্ছে। এর আগে জেলাশাসকের থেকে এ ঘটনার রিপোর্ট চেয়েছিল কমিশন। এ প্রসঙ্গে মঙ্গলবার অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু বলেন, ‘‘এ সংক্রান্ত রিপোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

ঠিক কী বলেছিলেন ভারতী ঘোষ?

কেশপুরের আনন্দপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মীদের শাসানি দিয়ে ভারতী বলেন, ‘‘এখানে করে খাচ্ছে, আর ভয় দেখাচ্ছে, ভোট করতে দেবে না! ভয় দেখাবেন না, বাড়ি থেকে টেনে বের করে কুকুরের মতো মারব। ঠিক যা দেবে, সুদে আসলে ফেরত দেব। এক বছর ধরে খুঁজে খুঁজে বের করব। উত্তরপ্রদেশ থেকে ১ হাজার ছেলে ঢোকাব। কিছু করতে পারবি না...চল, বাড়ি চলে যা, ঘরে ঢুকে যা, তালা মার।’’ ভারতী ঘোষের এই মন্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রাক্তন আইপিএসের এহেন মন্তব্য নিয়ে বিতর্ক ছড়ায় বঙ্গ রাজনীতিতে।

আরও পড়ুন: ‘আমাদের বোন ভারতীকে একটু বেশিই ভালবাসতেন মমতাদি’

এদিকে, ভারতীর এই মন্তব্যের পাল্টা সুর চড়াতে আসরে নামেন তাঁরই একসময়ের ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়। একসময়ের ‘ভালো মেয়ে’ ভারতীকে নিশানা করে মমতা বলেন, ‘‘আমার মুখ খোলাবেন না। পুলিশে কাজ করার সময় আপনি যে এসএমএসগুলো পাঠিয়েছিলেন আমাকে, তা যদি প্রকাশ্যে আনি, তাহলে আর আমাকে কিছু বলতে হবে না। আমরা যদি ইচ্ছে করতাম, যা মামলা রয়েছে, আপনাকে গ্রেফতার করতে পারতাম। সুপ্রিম কোর্টে একটা মামলা রয়েছে, যাতে গ্রেফতার করা যাবে না। কিন্তু আরও অনেক মামলা রয়েছে। আমরা ভদ্রতা দেখিয়েছি। এমন কিছু করবেন না, যাতে সীমা লঙ্ঘন হয়...।’’

Read the full story in English

bjp election commission lok sabha 2019 General Election 2019
Advertisment