Advertisment

Bihar Election 2020: বিকেল ৫টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ

করোনায় সুরক্ষাবিধি মেনে আজ প্রথম দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাকালে দেশে প্রথম বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম বিহার। করোনায় সুরক্ষাবিধি মেনে আজ প্রথম দফার নির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত বিহারে ভোট পড়েছে ৫২.২৪ শতাংশ। এদিন ৭১টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব চলে। ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল বিহারে।

Advertisment

নিউ নর্মালে এদিন ভোটের লড়াইয়ের ছিলেন ১,০৬৬ প্রার্থী। নীতিশ কুমার মন্ত্রিসভার ৮ সদস্যের ভাগ্য নির্ধারিত হচ্ছে এ দিন। করোনা সতর্কতা হিসেবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

এদিন দ্বারভাঙায় ভোটের প্রচারে গিয়ে লালুপ্রসাদ যাদবের মুখ্যমন্ত্রীত্বের ১৫ বছরকে ‘জঙ্গলরাজ’ বলে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, ‘‘বিহারে যাঁরা জঙ্গলরাজ চালিয়েছেন, তাঁদের আবার হারাবে বিহারবাসী। লুটেরাদের পরাজয় নিশ্চিত। যাঁরা বিহারের যুব সমাজকে ঠকিয়েছেন, যাঁরা মহিলাদের উপর নির্যাতন করেছেন, তাঁদের আবার হারাবে। ভোট দানের সময় ওঁদের ট্র্যাক রেকর্ডটা শুধু মনে রাখবেন।ওই আমলে বিহারে অপরাধমূলক কাজকর্ম দিগুণ হয়েছিল। ওঁরা কৃষকদের ঋণ মকুব করার প্রতিশ্রুতি দিয়ে দুর্নীতি করেন, চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকার দুর্নীতি করেন...’’।

আরও পড়ুন: বিহারে রাম মন্দিরকে হাতিয়ার করে ‘হিন্দুত্ব’ উস্কে দেওয়ার মরিয়া চেষ্টা মোদীর

অন্য়দিকে,  বিহারে ভোটযুদ্ধের প্রথম দিনই প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারকে টার্গেট করলেন রাহুল গান্ধী। ‘‘বিহারে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নেই, সুযোগসুবিধা নেই। এটা আপনাদের ভুল নয়।এটা আপনাদের মুখ্য়মন্ত্রী ও প্রধানমন্ত্রীর গাফিলতি’’, এ ভাষাতেই একযোগে মোদী-নীতীশকে আক্রমণ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

বিধি মেনে সতর্কতা অবলম্বন করে ভোট দেওয়ার জন্য টুইটে সতর্ক করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।

বিহারের নির্বাচনে ভোটগ্রহণ নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা সতর্কতা মাথায় রেখে সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


করোনা রুখতেই প্রতিটি বুথে ভোটার সংখ্যা সীমিত রাখা হয়েছে ১০০০-১৬০০ মধ্যে। নিয়ম অনুসারে ইভিএম স্যানিটাইজ হবে কিছুক্ষণ অন্তর। প্রতিটি বুথে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবানের ব্যবস্থা রয়েছে। বুধবার ভোটার সংখ্যা প্রায় ২.১৪ কোট। তাঁদের মধ্যে ১.০১ কোটি মহিলা। এই দফায় ১,০৬৬ প্রার্থীর মধ্যে রয়েছেন ৯৫২ পুরুষ ও ১১৪ মহিলা প্রার্থী।

বিহারে এবার জমজমাট লড়াই। একদিকে রয়েছে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ জোট। অন্যদিকে আরজেডি-কংগ্রেসের মহাজোট। নীতীশের নেতৃত্বের সমালোচনা করে জেডিইউয়ের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে চিরাগ পাসোয়ানের এলজেপি। টানা ১৫ বছর বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতীশ কুমার রয়েছেন। কখনও বিজেপি, আবার কখনও আরজেডির সঙ্গে হাত মিলিয়ে মসনদে নীতীশ। এবার মীতীশ সরকারের বিরুদ্ধে বদলের হাওয়া রয়েছে বলে প্রচারে ঝাঁপিয়েছে তেজস্বী যাদবরা। যদিও প্রচারে নীতীশ থেকে মোদী- সকলেই লালু প্রসাদ যাদব, আরজেডি আমলে বিহারের দুর্নীতিকে স্মরণ করিয়ে তেজস্বীদের বিঁধেছেন। শাসক জোটের প্রচারের হাতিয়ার হয়েছে করোনা ভ্যাকসিনও।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp CONGRESS bihar Bihar Elections RJD JDU
Advertisment