Advertisment

Election 2019: চার দফায় ভোট রাজ্যে প্রথম, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন নবীনের

Loksabha Election 2019: "কীসের ভিত্তিতে ৪ দফায় লোকসভা নির্বাচন ফেলল কমিশন? মুখ্য নির্বাচন আধিকারিক স্বাধীনভাবে সিদ্ধান্ত নেননি। তিনি তাঁর দফতরের বাইরের কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়েছেন"

author-image
IE Bangla Web Desk
New Update
orissa chief minister

রবিবার বিকেলেই প্রকাশিত হয়েছে লোকসভার নির্ঘণ্ট। ১১ এপ্রিল থেকে সাত দফায় ভোট হবে সারা দেশে। ওড়িশায় এই প্রথম চার দফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সেই প্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বললেন বিজেপির দ্বারা প্রভাবিত হয়েছে কমিশন।

Advertisment

"কীসের ভিত্তিতে ৪ দফায় লোকসভা নির্বাচন ফেলল কমিশন? মুখ্য নির্বাচন আধিকারিক স্বাধীনভাবে সিদ্ধান্ত নেননি। তিনি তাঁর দফতরের বাইরের কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়েছেন", এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিজু জনতা দলের মুখপাত্র অমর পট্টনায়ক।

আগামী ১১, ১৮, ২৩ এবং ২৯ এপ্রিল, চার দফায় নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ওড়িশায়। প্রতিদিনে ৪ থেকে ৬টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ইতিমধ্যে পরপর চার দফায় ক্ষমতায় থেকেছেন। ২০১৪ তে ২১ টার মধ্যে ২০টি আসনে জিতেছিল বিজেডি।

লোকসভা ভোটের আরও খবর পড়ুন 

বিজেডি-এ মুখপাত্র আর বলেন, "পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন হবে। অর্থাৎ ওড়িশা এবং পশ্চিমবঙ্গে বিজেপি দুর্বল হওয়ায় নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টা চালিয়েছে বিজেপি"।

রাজ্যসভার সাংসদ প্রতাপ কেশরী দেব এই প্রসঙ্গে জানিয়েছেন, "ওড়িশার আইনশৃঙ্খলা এমন কিছু বিপজ্জনক অবস্থায় নেই, যে চার দফায় নির্বাচন করাতে হবে। রাজ্য নির্বাচন কমিশনের কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার কথা। এই প্রথম কোনও দলের সঙ্গেই আলচনা করা হল না"।

বিজেডি-পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু নেতা  জানিয়েছেন, "চার দফায় ভোট বিজেপির পক্ষেই যাবে। এই বিজেপির তেমন কোনো ভিত নেই এই রাজ্যে। এক এক দফায় কম সংখ্যক কেন্দ্রে ভোট হলে প্রতি কেন্দ্রে বিজেপির লোক পাঠাতে সুবিধে হবে"।

বিজেডি-র মন্তব্যের প্রেক্ষিতে ওড়িশার বিজেপি মুখপাত্র পীতাম্বর আচার্যের প্রতিক্রিয়া, "ধন্যবাদ, নির্বাচনের আগেই হার স্বীকার করেছে বিজেডি"।

Read the full story in English

election commission Lok Sabha polls lok sabha 2019 General Election 2019 odisha
Advertisment