Advertisment

Odisha Assembly Election: নবীনের 'দুর্ভেদ্য দুর্গে' মোদীর হানা, ধুয়ে মুছে সাফ বিজেডি, রেকর্ড গড়া হল না মুখ্যমন্ত্রীর

গতকাল ৫৪৩ লোকসভা আসনের পাশাপাশি ছিল ওড়িশা অন্ধ্রের বিধানসভা নির্বাচনের ফলও। আর তাতেই বাজিমাত করেছে বিজেপি। ২৪ বছরে ক্ষমতার অবসান ঘটিয়ে রাজ্যে ফুটেছে পদ্ম। প্রাক্তন মিত্র বিজেডিকে ষষ্ঠ মেয়াদে সরকার গড়ার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Naveen Patnaik

পশ্চিম ওড়িশার একটি আসন থেকে পট্টনায়েককে প্রার্থী করার ধারণাটি ছিল এই অঞ্চলে বিজেপির বৃদ্ধি পরীক্ষা করা, একটি কৌশল যা 2019 সালের নির্বাচনে BJD-এর পক্ষে কাজ করেছিল। (এক্সপ্রেস ছবি)

Naveen Patnaik: মঙ্গলবার প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। সকল এক্সিট পোলের রিপোর্টকে ভূল প্রমাণ করে বাংলায় 'মারকাটারি' ফল করেছে বিরোধী জোট। ২৩৩ টি আসন নিজেদের দখলে রেখে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন রাহুল-মমতা। তার মাঝেও খেলা ঘোরালো ওড়িশা।

Advertisment

গতকাল ৫৪৩ লোকসভা আসনের পাশাপাশি ছিল ওড়িশা অন্ধ্রের বিধানসভা নির্বাচনের ফলও। আর তাতেই বাজিমাত করেছে বিজেপি। ২৪ বছরে ক্ষমতার অবসান ঘটিয়ে রাজ্যে ফুটেছে পদ্ম। প্রাক্তন মিত্র বিজেডিকে ষষ্ঠ মেয়াদে সরকার গড়ার রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে বিজেপি।

বাংলার খারাপ পারফরম্যান্স একদিকে যেমন হতাশ করেছে বিজেপিকে ঠিক তেমন পড়শি রাজ্য ওড়িশাকে দুর্দান্ত জয় মনোবল বাড়িয়েছে গেরুয়া শিবিরের। রাজ্যের ১৪৭ টি বিধানসভা আসনের মধ্যে, বিজেপি ৭৮টিতে জিতেছে। যেখানে বিজেপি জিতেছে মাত্র ৫১টি আসন। যেখানে কংগ্রেস জিতেছে ১৪টি আসন।

দীর্ঘ ২৪ বছরে এটাই বিজেডির সবচেয়ে খারাপ পারফরম্যান্স। লোকসভা আসনের নিরিখে বিজেডিকে কার্যত লড়াইয়ের ময়দান থেকে বিদায় দিয়েছে বিজেপি। রাজ্যে ২০টি লোকসভা আসনে জয় পেয়ে নজির গড়েছে বিজেপি। ১টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেডি গঠনের পর এই প্রথম লোকসভা নির্বাচনে কোন আসনই পায়নি দল।

ওড়িশা জয়ের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স-হ্যান্ডেলে ট্যুইট করে লিখেছেন, " ধন্যবাদ ওড়িশা! সুশাসন এবং ওড়িশার অনন্য সংস্কৃতি উদযাপনের জন্য একটি দুর্দান্ত জয়। জনগণের স্বপ্ন পূরণ করতে এবং ওড়িশাকে উন্নতির নতুন শিখরে নিয়ে যেতে বিজেপি আপ্রাণ চেষ্টা চালাবে"। পাশাপাশি মোদী বলেছেন, "আমি আমাদের সকল দলীয় কর্মকর্তাদের অপরিসীম চেষ্টাত জন্য গর্বিত ও তাদের সকলকে আমার শুভেচ্ছা,"।

আরও পড়ুন : < Election Results 2024: সংখ্যাগরিষ্ঠ NDA-কে তুড়ি মেরে উড়িয়ে সরকার গড়ার সম্ভাবনা I.N.D.I.A জোটের! কোন অঙ্কে হবে বাজিমাত? >

প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এক্স হ্যাণ্ডেলে এক ট্যুইটে দলমত নির্বিশেষে সকল জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি "বিজেডি নেতা ও কর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানিয়েছেন"। পট্টনায়েক, বুধবারই পদত্যাগ করবেন বলে ধারণা। সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর ২৪ বছর ১৬৫ দিনের রেকর্ডের থেকে মাত্র ৭৪ দিন কম রাজ্যের গুরুদায়িত্ব সামলেছেন তিনি।

bjp modi Naveen Patnaik
Advertisment