এএনআই সংবাদ সংস্থা সূত্রে খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রের শিবসেনা প্রার্থী সন্তোষ কুমারের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট নাবালিকা সম্প্রতি তার বাবার সঙ্গে নীলাঞ্জনের সঙ্গে দেখা করতে যান একটি বিষয়ে। মেয়েটির বাবাকে বাইরে দাঁড় করিয়ে রেখে নীলাঞ্জন নাবালিকার সঙ্গে কথোপকথনের সময় তাকে যৌন হেনস্থা করেন। ফলতার বাসিন্দা ওই নাবালিকার বাবা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।
WB Commission for Protection of Child Rights: WBCPCR has directed Chief Electoral Officer, West Bengal to take necessary action as per rules within 24 hrs and has directed the police to arrest the alleged accused immediately under the POCSO Act, 2012. https://t.co/u75a8Hy9hY
— ANI (@ANI) May 10, 2019
শিশু-অধিকার সুরক্ষা কমিশনের গোচরে বিষয়টি আসার পর কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে নীলাঞ্জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করার। এবং POCSO (Protection of Children from Sexual Offences) আইনে মামলা রুজু করার।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ শেষ দফায়, আগামি ১৯ মে। এই হাইপ্রোফাইল কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সৌম্য আইচ রায় এবং তৃণমূল প্রার্থী হলেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ভোটের এক সপ্তাহ আগে এই কেন্দ্রে নিজেদের প্রার্থীর গ্রেফতারির নির্দেশে অস্বস্তিতে বঙ্গের পদ্ম-ব্রিগেড।