বিদ্যাসাগর মূর্তি ভাঙার অস্বস্তি কাটাতে বৃহস্পতিবার অভিনব পথে হাঁটলেন যাদবপুর কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী অনুপম হাজরা। পাথরে মূর্তিতে নয়, এদিন প্রচার শুরুর আগে তিনি মাল্যদান করলেন বিদ্যাসাগর সাজা এক শিল্পীকে!
মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাসাগর কলেজে ভাঙা পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো থেকেই হামলাকারীরা কলেজে ঢুকে মূর্তি ভেঙেছে। রাজ্যজুড়ে এই ইস্যুতে প্রচারও শুরু করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের ধারণা, বিদ্যাসাগরের মতো আইকনের মূর্তি ভাঙার ঘটনায় দলের নাম জড়ানোয় সপ্তম দফার ভোটের আগে কিছুটা অস্বস্তিতে বঙ্গ-বিজেপি।
অনুপমের বিদ্যাসাগরকে নিয়ে ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুতই। সেই ছবি নিয়ে দিনভর ঠাট্টায় মাতল নেট দুনিয়া।/ এদিন সকালে যাদবপুর এইটবি মোড় থেকে শেষদিনের প্রচার শুরু করেন অনুপম। পদযাত্রার ঠিক আগে বিদ্যাসাগর রূপী ওই ব্যক্তির গলায় মালা দেন তিনি। কেন এমন উদ্যোগ?
অনুপম বলেন, "এর মাধ্যমে আমরা তৃণমূলকে বার্তা দিতে চাইছি। বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় মণীষী। আমাদের বিদ্যাচর্চার শুরু তাঁর বর্ণপরিচয় থেকে। সেই মহান মানুষটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে তৃণমূল। তার প্রতিবাদেই আমার এই বার্তা।" সূত্রের খবর, অনুপমের প্রচারে বিদ্যাসাগর সাজা ব্যক্তির নাম কৃষ্ণ বৈরাগী। তিনি গত কুড়ি বছর ধরে বিভিন্ন চরিত্র সাজেন। পেশাগতভাবে বিভিন্ন দলের হয়ে প্রচার করেন। কৃষ্ণ অবশ্য বিজেপির প্রতি বিরক্ত। তাঁর কথায়, "বুধবার রাতে আমাকে বিজেপি কর্মীরা ফোন করে বলে সকালে বিদ্যাসাগর সেজে বেরতে হবে। প্রথমে রাজি হইনি, তারপর ওরা জোর করায় বাধ্য হই। কিন্তু আমাকে মাত্র ১৫০ টাকা দিয়েছে। বহুক্ষণ আটকেও রেখেছিল।"