Advertisment

Lok Sabha Election 2024: দেশের সংবিধান বদলে ফেলার পক্ষে জোরালো সওয়াল, বিজেপি প্রার্থীর প্রচারে বিতর্কের ঝড়!

দেশের সংবিধান বদলের ডাক দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
BJP Central Team Faces Protest at Amtala in South 24 Parganas

BJP Central Team Faces Protest: বিজেপির কেন্দ্রীয় দলকে ঘিরে বিক্ষোভ।

প্রধানমন্ত্রী মোদী দেশের সংবিধান ও গণতন্ত্রকে ঘৃণা করেন…! বিজেপির চাইছে দেশের সংবিধান বদলে ফেলতে। বিরোধীরা লোকসভা ভোটের আগে এই দাবিতে আওয়াজ তুলেছেন। এবার দেশের সংবিধান বদলের ডাক দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী। তাঁর এই মন্তব্যের পরই বাবাসাহেবের দেওয়া সংবিধান বাতিল করে বিজেপি জনগণের অধিকার কেড়ে নিতে চাইছে বলে দাবি করেছে বিরোধী জোট।

Advertisment

ঠিক কী বলেছেন বিজেপি প্রার্থী জ্যোতি মির্ধা? তিনি বলেছেন, 'দেশের স্বার্থে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এর জন্য আমাদের সংবিধান সংশোধন করতে হবে'।

সংবিধান বদলে ফেলে ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার পক্ষে সওয়াল করলেন রাজস্থানের বিজেপি নেত্রী জ্যোতি মির্ধা। তার এই মন্তব্যের জেরে উত্তাল জাতীয় রাজনীতি। লোকসভা ভোটের বাকী আর মাত্র কয়েকদিন। তার আগেই প্রচারের গতি বাড়িয়েছে সব রাজনৈতিক দল। লোকসভা ভোটের আগে দেশের সংবিধান বদলেও দাওয়াই দিয়ে এবার বিপাকে পড়লেন বিজেপি নেত্রী জ্যোতি মির্ধা।

লোকসভা নির্বাচনের অনেক আগে থেকে বিরোধীরা লাগাতার দাবি করে আসছে যে, এবার কেন্দ্রে এনডিএ সরকার তৈরি হলে দেশের গণতন্ত্র ও সংবিধান অস্তিত্ব সংকটের মুখে পড়বে। বিরোধীদের এই ধরণের দাবির মাঝেই রাজস্থানের বিজেপি নেত্রী জ্যোতি মির্ধার একটি বিবৃতি ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। যেখানে তাঁকে দেশের সংবিধানের পরিবর্তন করার কথা বলতে শোনা গিয়েছে। একই সঙ্গে বিজেপি নেত্রীর এই বক্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করছে কংগ্রেস।

কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথে তার এক্স হ্যান্ডেলে এই বিবৃতিটি শেয়ার করে জ্যোতি মির্ধাকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, "বিজেপি প্রার্থী জ্যোতি মির্ধা ভোট চাইছেন না। তিনি সংবিধান পরিবর্তন করার ইচ্ছার কথা বলছেন।"

জ্যোতি মির্ধার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে মির্ধাকে বলতে দেখা যায়, "দেশের স্বার্থে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাদের জন্য আমাদের প্রয়োজনে সাংবিধানিক পরিবর্তন করতে হবে। এর জন্য এটি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে পাস হওয়া উচিত। লোকসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি আরও বলেন, এবার তৃতীয়বারের মতো লোকসভায় শক্তিশালী সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে এনডিএকে"।

গত বছর রাজস্থানে বিধানসভা নির্বাচনের আগে, জ্যোতি মির্ধা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর পর বিজেপি নাগৌর থেকে লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেছে।

কংগ্রেস সাংসদ শশী থারুর সোশ্যাল মিডিয়ায় জ্যোতি মির্ধার ভিডিও সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন। শশী থারুর বলেন, অনন্ত হেগড়ের পর এখন বিজেপি প্রার্থীরা প্রকাশ্যে বলছেন, বিজেপির লক্ষ্য সংবিধান পরিবর্তন করা। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, 'এটিই বিজেপির সুচিন্তিত কৌশল'।

শশী থারুরের সমালোচনার পরে, জ্যোতি মির্ধা তার প্রতিক্রিয়ায় বলেন, 'যতদূর আমি বুঝতে পেরেছি, বিজেপির উদ্দেশ্য হল জাতীর সেবা । সেই উদ্দেশ্যগুলির জন্য যদি সংবিধান সংশোধন করার প্রয়োজন হয় তবে তা করা হবে। '

loksabha election 2024
Advertisment