Advertisment

‘‘চৌকিদার কাউকে ছাড়বে না’’, কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ মোদীর

কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ‘‘চৌকিদারকে থামানো যাবে না, এই তো সবে শুরু, কাউকে ছাড়ব না।’’ পাশাপাশি তিন রাজ্যে সিবিআইয়ের প্রবেশ রোখা নিয়ে মোদীর কটাক্ষ, ‘‘ওঁরা ভয় পাচ্ছেন।’’

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: টুইটার।

লোকসভা ভোটের প্রাক্কালে কংগ্রেসের বিরুদ্ধে রণংদেহী মোদী। কয়েকদিন আগেই রাহুল গান্ধীর ‘চৌকিদার চোর হ্যায়’-এর জবাব দিয়েছিলেন মোদী। এবার বিজেপি-র জাতীয় কনভেনশনের মঞ্চ থেকেও সেই প্রসঙ্গ উত্থাপন করে নমো বলেন, ‘‘চৌকিদারকে থামানো যাবে না, এই তো সবে শুরু, কাউকে ছাড়ব না।’’ এদিন অগুস্তা ওয়েস্টল্যান্ড মামলার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারকে কটাক্ষ করেছেন মোদী। তিনি বলেছেন, মধ্যস্থতাকারীকে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। তাঁর দাবি, ‘মধ্যস্থতাকারী’-কে নিয়ে তদন্ত চালানো হচ্ছে বলেই কংগ্রেসের স্নায়ুর চাপ বাড়ছে।

Advertisment

কংগ্রেসকে নিশানা করে শনিবার মোদী বলেন, ‘‘যদি বলি দুর্নীতির ঠেলায় গত ১০টা বছর(২০০৪-২০১৪) হারিয়েছে এ দেশ, তাহলে ভুল বলা হবে না।’’ প্রধানমন্ত্রীর আরও দাবি, ‘‘আগের সরকার অন্নদাতা (কৃষকদের) মতদাতা হিসেবে দেখেছে। ২০২২ সালের মধ্যে আমরা কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য দিন-রাত কাজ করছি।’’

আরও পড়ুন, ‘‘লোকসভা ভোট পানিপথের যুদ্ধের মতো, হারলেই দাসত্ব ভোগ করতে হবে’

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়ের সিবিআই-কে রোখার বিষয়ে মুখ খুলেছেন মোদী। তাঁর প্রশ্ন, ‘‘অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, ছত্তিসগড়ে সিবিআই-এর প্রবেশ রোখা হয়েছে। কী এমন করেছে ওরা, যে এত ভয় পাচ্ছে? আজ ওরা সিবিআইকে মানছে না, কাল অন্য কোনও প্রতিষ্ঠানকে মানবে না। সেনা, পুলিশ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, ক্যাগ সবাই ভুল, শুধু ওরাই ঠিক। ২০০৭ সালে কংগ্রেসের এক মন্ত্রী বলেছিলেন, মোদী কয়েক মাসের মধ্যেই জেলে যাবেন...কিন্তু আমরা কোনও আইন প্রণয়ন করে গুজরাতে সিবিআই-কে রুখিনি। কারণ আইনের প্রতি আমাদের আস্থা ছিল। ওঁরা তদন্তসংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, কারণ ওঁরা ভয় পাচ্ছেন।’’

রাম মন্দির ইস্যুতেও কংগ্রেসকে একহাত নিয়ে মোদী বলেছেন, ‘‘এটা ভুলে গেলে চলবে না, সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলাকে কীভাবে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে কংগ্রেস।’’ প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘‘৬০ বছরে ১৮ লক্ষ কোটি টাকা ঋণ দিয়েছিল ব্যাঙ্ক। গত ৬ বছরে কংগ্রেস আমলেই ৩৪ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। দেশে দু’ভাবে ঋণ নেওয়া হয়, একটা কমন প্রসেস, অন্যটি কংগ্রেস প্রসেস। কংগ্রেস প্রসেসে প্রতারক বন্ধুদের ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কগুলিকে জোর করা হত।’’

Read the full story in English

bjp CONGRESS PM Narendra Modi lok sabha 2019
Advertisment