Advertisment

Lok Sabha Election 2019: ডিডি নিউজে সবচেয়ে বেশি সম্প্রচারিত হয়েছে বিজেপির অনুষ্ঠান

ঘণ্টার হিসেবে প্রথম এবং দ্বিতীয় রাজনৈতিক দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকা সত্তেও সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থা জানিয়েছে তাঁদের তরফে কোনও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত ছিল না।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2019: মোদীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দু'মাস পরেও নীরব কেন কমিশন?

নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে ডিডি নিউজ এবং তার অন্যান্য আঞ্চলিক চ্যানেলগুলো বিজেপির অনুষ্ঠান সবচেয়ে বেশি সময়ের জন্য সম্প্রচার করেছে। শুক্রবার নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া এক রিপোর্টে সেরকমই হিসেব দিয়েছে দিদি নিউজ। তালিকায় সময়ের নিরিখে দু নম্বরে রয়েছে কংগ্রেসের নাম।

Advertisment

ঘণ্টার হিসেবে প্রথম এবং দ্বিতীয় রাজনৈতিক দলের মধ্যে বিস্তর পার্থক্য থাকা সত্তেও সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থা জানিয়েছে তাঁদের তরফে কোনও নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত ছিল না।

ডিডি নিউজ বিজেপির প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে, কংগ্রেসের তরফে এরকম অভিযোগ এলে নির্বাচন কমিশন চ্যানেলের কাছে বিস্তারিত রিপোর্ট চায়। এর আগে সিপিআই(এম) এর সর্ব ভারতীয় সাধারণ সভাপতি সীতারাম ইয়েচুরি দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর কাছে আর্জি জানিয়েছিলেন যতটা জোর দিয়ে মোদীর মিশন শক্তি নিয়ে দেওয়া ভাষণ সম্প্রচার করেছিল, ততটাই জোর দিয়ে তাঁদের দলীয় ভাষণ এবং বিবৃতিকে সম্প্রচার করা হোক।

আরও পড়ুন, প্রথম দফার ভোটের দিন মুক্তি পাচ্ছে মোদীর বায়োপিক

৩১ মার্চের জাতির উদ্দেশে নরেন্দ্র মোদীর 'ম্যায় ভি চৌকিদার' ভাষণ কেন সম্প্রচার করা হল কয়েক ঘণ্টা ধরে, ডিডি নিউজের কাছে তার ব্যাখ্যা চেয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস তাঁদের অভিযোগে জানিয়েছে "শুধুমাত্র মোদীর ব্যক্তিগত কৃতিত্ব তুলে ধরার জন্য এই সম্প্রচার করা হয়েছে"। আরও অভিযোগ করা হয়েছে ডিডি নিউজের ইউটিউব চ্যানেল থেকে মোদীর ভাষণের লাইভ দেখানো হয়েছে এবং চ্যানেলের অফিসিয়াল সোশাল হ্যান্ডেলে তার প্রচারও চালানো হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে ডিডি জানিয়েছে খবরের উপযোগী হওয়ায় এএনআই এর কাছ থেকে তা সম্প্রচার করা হয়েছিল, ঠিক যেভাবে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ সরাসরি সম্প্রচারিত হয়েছিল।

Read the full story in English

CONGRESS Lok Sabha polls lok sabha 2019 General Election 2019 bjp
Advertisment