Advertisment

'রামনবমীতে হিংসার পরিকল্পনা করছে বিজেপি', হুঁশিয়ারি মমতার

গেরুয়া শিবিরের উস্কানির ফাঁদে পা দিতে বঙ্গবাসীকে নিষেধ করেছেন তৃণমূল সুপ্রিমো।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata ram navami bjp

মমতার নিশানায় বিজেপি।

'রামনবমীতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছে বিজেপি'। বিস্ফোরক এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবা রামনবমী, চলছে রমজান মাসও। তাই গেরুয়া শিবিরের উস্কানির ফাঁদে পা দিতে বঙ্গবাসীকে নিষেধ করেছেন তৃণমূল সুপ্রিমো। ভোট চলাকালীন এই মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ই মেরুকরণের রাজনীতিকে উস্কে দিচ্ছেন বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।

Advertisment

কী বলেছেন মমতা?

মঙ্গলবার মুর্শিদাবাদে একাধিক নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গেরুয়া দলকে কড়া নিসানা করেন তৃণমূল নেত্রী। প্রচারে এক ফাঁকে রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান তিনি। সসেই সূত্রেই মুখ্যমন্ত্রী বলেন, 'আগামিকাল রামনবমী। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সহ্গে রমজান মাসেরও শুভেচ্ছা সকলকে। তবে, একটাই কথা বলার, মাথা ঠান্ডা রাখবেন। বিজেপি রামনবমীতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করছে। ওঁদের পাঁদে পা দেবেন না। মাথা ঠান্ডা রাখবেন। সবাই মিলে মিশে থাকবেন।'

জবাবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই পাল্টা হিংসায় উস্কানির অভিযোগ তুলেছে বিজেপি। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, 'হিংসা ছড়ানোর প্রমাণ পেলে উনি কমিশনে জানান। কিন্তু তার আগেই বিজেপির বিরুদ্ধে হিংসায় পরিকল্পনার অভিযোগ আদতে ভোটের আগে দোলমালে মদত দেওয়া। রামনবমীতে কোথাউ হিংসা ছড়ালে মুখ্যমন্ত্রীই দায়ী থাকবেন।'

শুধু হিংসা নয়, এদিন খোলাবাজারে করোনার টিকা বিক্রি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। বলেন, 'এত মানুষ আক্রান্ত হতে শুরু করার পর কেন্দ্র বলছে খোলাবাজারে করোনার টিকা মিলবে। কিন্তু মিলবে কী করে? এত ভ্যাকসিন কোথায়? দেশ থেকে করোনার ৬৪ শতাংশ ওষুধ বিদেশে পাঠিয়েছেন। এখন তো মরে গেলেও ওষুধ পাব না আমরা। বিদেশে ওষুধ পাঠাচ্ছেন, নিজের দেশের কথা ভাবলেন না একবারও।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp Mamata Banerjee West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment