শিবসেনা নেতা সঞ্জয় রাউতের অনুমান এবারের লোকসভা ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি। এর ফলে আসন্ন সরকারকে জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হবে বলে মনে করেন তিনি। রাউত বলেছেন, ২০১৪ সালের ভোটের মত বিজেপি-র পক্ষে ২৮০ আসন পাওয়া এবার একটু শক্ত।
এক টিভি চ্যানেলে সঞ্জয় রাউত বলেছেন, রাম মাধব ঠিকই বলেছেন। সরকার গঠন করবে এনডিএ। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে। এখনও যা মনে হচ্ছে, একা বিজেপি-র পক্ষে ২৮০-২৮২ আসন পাওয়া সামান্য শক্ত হবে। কিন্তু আমাদের এনডিএ পরিবার সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে যাবে।
আরও পড়ুন, এই প্রথম বিজেপির গলায় জোটের সুর, সৌজন্যে জাতীয় সাধারণ সম্পাদক
তবে সংবাদসংস্থা পিটিআই-কে সঞ্জয় রাউত বলেছেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে খুশি হবে শিবসেনা।
এর আগে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব গত সপ্তাহে সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, লোকসভা ভোটের পর সরকার গঠনের জন্য জোটসঙ্গীদের প্রয়োজন হবে বিজেপির।
রাম মাধবের বক্তব্য সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় রাউত বলেন, "রাম মাধবের বক্তব্যকে আমি স্বাগত জানাচ্ছি এবং শিব সেনা এনডিএ-র অংশ হবে। মোদী যদি প্রধানমন্ত্রী হন, তাহলে আমরা খুশি হব।"
বিগত লোকসভায় উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনার মোট ১৮ জন সাংসদ ছিল। বিজেপির অন্যতম জোটসঙ্গী ছিল তারা। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারেরও সঙ্গী ছিল তারা।
Read the Story in English