কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন নিগ্রহে নাম জড়িয়েছিল বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের। এবার লোকসভা নির্বাচনে তাঁর প্রার্থীপদ বাতিল করেছে বিজেপি। তার জায়গায় উত্তরপ্রদেশের কায়সারগঞ্জ আসন থেকে প্রার্থী করা হয়েছে ব্রিজভূষণের ছেলে করণ ভূষণ সিংকে। দলের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।
তিনি বলেন, এটা বিজেপির কেমন সিদ্ধান্ত? বাবার বদলে টিকিট পেলেন ছেলে। হাতরাস, উন্নাও, মণিপুর হোক বা প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী নীরব ।
গত বছর, দেশের প্রবীণ কুস্তিগীররা প্রাক্তন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ আনেন।
গত বছরের জানুয়ারিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখান সাক্ষী মালিক, ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। এই সময়ে, এই কুস্তিগীররা জুনিয়র রেসলারদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন।
২৬ এপ্রিল, ব্রিজ ভূষণ সিং যৌন হয়রানির মামলায় আদালত থেকে ধাক্কা খান। আদালত তার বিরুদ্ধে নথিভুক্ত মামলার নতুন তদন্তের দাবিতে আবেদন খারিজ করে দেয়। তিনি আদালতকে বলেছিলেন যে অভিযোগকারী কুস্তিগীরদের বিরুদ্ধে যৌন হেনস্থা হওয়ার সময় তিনি দিল্লিতে ছিলেন না।
সম্প্রতি, তার ঘনিষ্ঠ বন্ধু সঞ্জয় সিং কুস্তি সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তবে অনেক বিতর্কের পর ক্রীড়া মন্ত্রক সমিতিটিকে স্থগিত করে এবং কুস্তি পরিচালনার জন্য একটি কমিটি গঠন করে। কুস্তিগীররা এখনও ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিতে হস্তক্ষেপের অভিযোগ করছেন। অপরদিকে বিজেপি রায়বেরেলি থেকে দীনেশ প্রতাপ সিংকে তার প্রার্থী ঘোষণা করেছে।