গান্ধীকে 'পাকিস্তানের পিতা' বললেন বিজেপির সোশাল মিডিয়া প্রধান, ব্যবস্থা নিল দল

সাত দিনের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাত দিনের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Anil Saumitra, Father of Pakistan

গান্ধীকে পাকিস্তানের পিতা বলে উল্লেখ করেছেন অনিল সৌমিত্র

মহাত্মা গান্ধীকে 'পাকিস্তানের পিতা' বলে উল্লেখ করেছিলেন বিজেপির সোশাল মিডিয়ার প্রধান অনিল সৌমিত্র। তাঁকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisment

একই সঙ্গে তাঁর কাছ থেকে ব্যাখ্যাও চাওয়া হয়েছে বিজেপির তরফে। সাত দিনের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে অনিল সৌমিত্র তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, "উনি জাতির পিতা বটে, তবে পাকিস্তানের জাতির পিতা। গান্ধীর মত কোটি কোটি লোক ভারতে জন্মেছে। তাদের মধ্যে কেউ কেউ প্রয়োজনীয়, কেউ কেউ অদরকারি।"

বৃহস্পতিবার বিজেপির ভোপাল লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্ঞা ঠাকুরকে নাথুরাম গডসেকে দেশভক্ত বলে উল্লেখ করার জন্য দলের পক্ষে থেকে কঠোর তিরস্কার করা হয়েছে। এ নিয়ে প্রজ্ঞাকে ছেড়ে কথা বলেননি বিরোধীরাও। বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ইস্যুতে সরব হয়েছেন। নরেন্দ্র মোদী শুক্রবারই বলেছেন, "বাপুকে অপমান করার জন্য আমি কোনওদিন ওঁকে ক্ষমা করব না।"

তবে রাতের দিকে প্রজ্ঞা ঠাকুর একটি ভিডিও বিবৃতি প্রকাশ করে ব্যক্তিগত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, "আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, তাঁর অবদান এ দেশ কোনওদিন ভুলবে না। যদি আমার বিবৃতি কাউকে আঘাত দিয়ে থাকে, আমি তার জন্য ক্ষমা চাইছি।" কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য নয় জানিয়ে তিনি বলেছেন তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে।

Advertisment

Read the Story in English

General Election 2019