Bihar Election Results 2020 Live Updates: বিহার জয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে উৎসবের আমেজ। বিহার জয় নিয়ে দিল্লিতে বিজেপি দফতরে এদিন মোদী বলেন, ‘‘দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত গোটা দেশের নজর ছিল টিভি, টুইটার, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটে হারজিত হয়। কিন্তু ভোট প্রক্রিয়া সকল ভারতীয়র কাছে জরুরি। কোটি কোটি দেশবাসীকে ধন্য়বাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ, সফলভাবে ভোট করার জন্য় কমিশন, প্রশাসনকে ধন্য়বাদ জানাচ্ছি’’।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ দেশবাসী বারবার বোঝাচ্ছেন যে, উন্নয়নই মূলমন্ত্র। উন্নয়ন করলেই সমর্থন মিলবে এটা প্রমাণিত। এনডিএ-র মূল লক্ষ্য় হল দেশের বিকাশ। যাঁরা এটা বুঝতে পারছেন না, জায়গায় জায়গায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে’’
বিহারে দিনভর রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গভীর রাতে যবনিকা পড়ল নির্বাচনের ফলাফলে। বিহারে ক্ষমতায় ফিরে চতুর্থবার সরকার গঠন করতে চলেছেন নীতীশ কুমারই। চূড়ান্ত ফলাফল এনডিএ জয়ী ১২৫টি আসনে, মহাজোটের দৌড় থামল ১১০টি আসনে, অন্য়রা ৭টি আসনে জয়ী, এআইএমআইএম জয়ী ৫টি আসনে। চিরাগ পাসওয়ানের দল এলজেপি কোনওরকমে একটি আসনে জিতে রক্ষা করেছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেতার জন্য় প্রয়োজন ছিল ১২২টি আসন। ৩টি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ। Read the live blog in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Bihar Election Result 2020 Live Update: বিহারে এনডিএ-র জয়, সব আপডেট রইল এখানে, Follow the Live Update here:
বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর বিজেপির সদর দফতরে কর্মীদের মধ্য়ে উচ্ছ্বাস। একটু পরেই বার্তা দেবেন মোদী। বিজেপি দফতরে পৌঁছেছেন জে পি নাড্ডা।
Rousing welcome of BJP National President Shri @JPNadda on his arrival at party headquarters in New Delhi. pic.twitter.com/PyD7t4s9mh
— BJP (@BJP4India) November 11, 2020
BJP National President Shri @JPNadda arrives at party headquarters in New Delhi. https://t.co/BYhPWEz0yj
— BJP (@BJP4India) November 11, 2020
দিনভর টানটান উত্তেজনার শেষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করল এনডিএ। ১২৫টি আসন জিতে ক্ষমতায় ফিরল বিজেপি-জেডিইউ শিবির। চতুর্থবার সরকার গঠনের পথে নীতীশ কুমার। অন্যদিকে, ১১০টি আসনে দৌড় থামল মহাজোটের। কঠিন লড়াই দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১২টি আসন কম পেল মহাজোট। তবে বৃহত্তম দল হিসাবে বিহারে বিরোধী আসনে বসবে আরজেডি। বামেরা ভাল ফল করলেও কংগ্রেসের স্ট্রাইক রেটের কারণে মহাজোটের বাজিমাত হল না। এআইএমআইএম ৫টি আসনে জিতেছে। চিরাগ পাসওয়ানের দল এলজেপি ১টি আসন জিতে মান রক্ষা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে বিহারবাসীর জয় বলে অভিহিত করেছেন টুইটে।
बिहार के युवा साथियों ने स्पष्ट कर दिया है कि यह नया दशक बिहार का होगा और आत्मनिर्भर बिहार उसका रोडमैप है। बिहार के युवाओं ने अपने सामर्थ्य और NDA के संकल्प पर भरोसा किया है। इस युवा ऊर्जा से अब NDA को पहले की अपेक्षा और अधिक परिश्रम करने का प्रोत्साहन मिला है।
— Narendra Modi (@narendramodi) November 10, 2020
Bihar: Posters put up in Patna following the victory of CM Nitish Kumar led NDA in the state.
NDA won 125 seats of which 74 & 43 seats have been won by BJP & JDU, respectively. pic.twitter.com/NKNNRhKWid
— ANI (@ANI) November 11, 2020
বামেরা এখনও ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়নি। দেখিয়ে দিল বিহার বিধানসভা নির্বাচন। সিপিআই, সিপিএম এবং সিপিএমএল ৭টি আসনে জয়লভা করেছে। আরও ১০টিতে এগিয়ে রয়েছে। সবমিলিয়ে অপ্রত্যাশিত ফলাফল দেখিয়ে দিল, বামেরা ঘুরে দাঁড়াচ্ছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দাবি, আরও বেশি আসনে প্রার্থী দিতে পারলে ফলাফল ভাল হত। ২৯টি আসনে এবার বিহারে লড়াই করেছে বাম দলগুলি।
ভোট কারচুপির অভিযোগ তুলে জেডিইউ-বিজেপিকে কাঠগড়ায় তুলল আরজেডি। অভিযোগ, ১১৯ জন দলীয় প্রার্থী জিতলেও নির্বাচন কমিশনের আধিকারিকরা সার্টিফিকেট না দিয়ে পরে বলছেন, তাঁরা নাকি হেরে গিয়েছেন। তালিকা নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিঁধল লালুর দল।
ये उन 119 सीटों की सूची है जहाँ गिनती संपूर्ण होने के बाद महागठबंधन के उम्मीदवार जीत चुके है। रिटर्निंग ऑफ़िसर ने उन्हें जीत की बधाई दी लेकिन अब सर्टिफ़िकेट नहीं दे रहे है कह रहे है कि आप हार गए है। ECI की वेबसाइट पर भी इन्हें जीता हुआ दिखाया गया। जनतंत्र में ऐसी लूट नहीं चलेगी। pic.twitter.com/puUvIagyDz
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 10, 2020
আসনের নিরিখে সামান্য এগিয়ে থাকলেও এনডিএ জোট জয়ের ব্যাপারে আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। জানা গিয়েছে, দুই নেতার মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, বিহার বিজেপির সভাপকি জল্পনা উড়িয়ে জানিয়েছেন, বিজেপি কথার খেলাপ করবে না। এনডিএ ডিতলে নীতীশই হবেন মুখ্যমন্ত্রী।
যাকে বলে, বিহার নির্বাচনের ফলাফল ফটো ফিনিশের দিকে এগোচ্ছে। সন্ধে গড়াতেই ফের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে এনডিএ-মহাজোটের মধ্যে। একক বৃহত্তম দল হওয়ার দিকে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আরজেডি। ৭৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, ৭৩টি আসনে এগিয়ে বিজেপি। গতবারের থেকে ২০টি আসন বেশি। বেলা বাড়তেই বদলে যাচ্ছে চিত্র। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এবার এনডিএ-কে জোর টক্কর দিচ্ছে মহাজোট।
গণনার প্রবণতায় স্বস্তিতে জেডিইউ কর্মী, সমর্থকরা। ফের বিহারে সরকার গড়ার পথে এনডিএ। অনন্দে রাস্তায় পাটনার নেমে পড়লেন নীতীশ কুমারের দলের সমর্থকরা।
On the streets in patna, the JDU has begun to celebrate @IndianExpress pic.twitter.com/8kJ7nG91nT
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
মহাজোটের শরিক কংগ্রেসের পারফরম্যান্স খারাপের দিকে যাচ্ছে। ৭০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৮টিতে জয়ের পথে কংগ্রেস। আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমকে ভোট কাটার বলে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির দাবি, বিজেপি ওয়েইসিকে ব্যবহার করে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে। ভবিষ্যতের জন্য ওয়েইসির দল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ।
হাড্ডাহাড্ডি লড়াই হলেও গণনার প্রবণতা অনুয়ায়ী বিহারে ফের সরকার গড়তে চলেছে এনডিএ। আর তাতেই খুশির হাওয়া রাজ্যের শাসক শিবিরে। উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি, জেডিইউ কর্মী, সমর্থকরা।
ভোট গণনার প্রবণতা অনুসারে বিহারে এগিয়ে এনডিএ। কিন্তু, সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী আরজেডি। টুইটবার্তায় আরজেডি জানিয়েছে, তারাই বিহারে সরকার গড়বে। রাজ্যের প্রধান বিরোধী দলের দাবি, বিহারবাসী পরিবর্তনের জন্য এবার ভোট দিয়েছেন। গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলের সকল প্রার্থী ও কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রেই থাকবেন।
हम सभी क्षेत्रों के उम्मीदवारों और कार्यकर्ताओं से संपर्क में है और सभी जिलों से प्राप्त सूचना हमारे पक्ष में है। देर रात तक गणना होगी। महागठबंधन की सरकार सुनिश्चित है। बिहार ने बदलाव कर दिया है। सभी प्रत्याशी और काउंटिंग एजेंट मतगणना पूरी होने तक काउंटिंग हॉल में बने रहें।
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 10, 2020
মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের ছায়া থেকে বেরিয়ে এসে বিহারে একক বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। এবার গেরুয়া শিবিরে গুঞ্জন উঠতে শুরু করেছে, এবার বিজেপির মুখ্যমন্ত্রী চাই। অন্যদিকে, একক ভাবে আসনের বিচারে বিহারে তৃতীয় দল হতে চলেছে নীতীশের জেডিইউ। জোটধর্ম মেনে কি বিজেপি নীতীশকেই মুখ্যমন্ত্রী করবে নাকি খেলা অন্যদিকে মোড় নেবে, উঠছে প্রশ্ন।
ট্রেন্ড দেখে স্পষ্ট যে, বিহারে আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ। জেডিইউ মুখপাত্র অজয় অলোক বলেছেন, ট্রেন্ড স্পষ্ট করেছে যে নীতীশ কুমারের উপরই ফের আস্থা রেখেছেন বিহারবাসী। যদিও আরজেডি-র মুখপাত্র মৃত্য়ুঞ্জয় তিওয়ারি বলেছেন, ‘‘এটা টি-২০ ম্য়াচের মতো। ম্য়াচের লাস্ট বলের সময়ই ফল সুস্পষ্ট হবে’’।
রঘোপুরে ৮ হাজার ৫০০-রও বেশি ভোটে এগিয়ে তেজস্বী যাদব।
বিহারে জোর লড়াই দিচ্ছে বাম দলগুলো। কয়েক রাউন্ডের ভোট গণনা শেষে অন্তত ১৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে বাম দলগুলো। এবার আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের হয়ে লড়াই করেছে সিপিআই (এম-এল), সিপিএম ও সিপিআই। মোট ২৯টি আসনে প্রার্থী দিয়েছে তিনটি বাম দল। এর মধ্যে সিপিআই (এম-এল) ১৯টি, সিপিএম এবং সিপিআই লড়ছে যথাক্রমে ৬ ও ৪টি আসনে। বিস্তারিত পড়ুন
JDU office in Patna in much more buoyant mood now. Drums and all are out @IndianExpress pic.twitter.com/Kh0xkUs3SC
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
শিয়রে বিহার নির্বাচনের (Bihar Election 2020) ফল। আর তার আগেই নেটদুনিয়ায় ভাইরাল তেজস্বী যাদব (ejashwi Yadav)। প্রথমত, গতকাল অর্থাৎ ৯ নভেম্বর ছিল তাঁর জন্মদিন। এবং দ্বিতীয়ত এযাৎকালের সমীক্ষা বলছে, বিহার মসনদের পাল্লা তেজস্বীর দিকেই ভারী। আর সেই প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় এখন তেজস্বী যাদব ট্রেন্ডিং। তাঁর ৩১তম জন্মদিনেই সমর্থকদের শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের মন্তব্য, “বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী যাদব-ই।” বিস্তারিত পড়ুন
तेजस्वी भवः बिहार!
— Tej Pratap Yadav (@TejYadav14) November 10, 2020
তেজস্বী যাদবের জন্মদিনের উপহার আজ দেবে বিহার, একথাই বলেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য় কেলেঙ্কারি মামলায় বর্তমানে জেলবন্দি লালু। লালুর পরিবার সূত্রে খবর, মধ্য়রাত ১২টা নাগাদ লালুকে ফোন করেন পুত্র তেজস্বী। সেসময় ঘুমিয়েছিলেন লালু। পরে ঘুম থেকে উঠেই ছেলেকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘উপহার তো কাল বিহার তোমায় দেবে’’। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
তেজস্বী যাদবের বাড়ির বাইরের ছবি
Outside Tejashwi Yadavs residence, some supporters and slogans and many many news crews @IndianExpress pic.twitter.com/IOMWfCvhJ2
— Dipankar Ghose (@dipankarghose31) November 10, 2020
তেজস্বী যাদবের বাড়ির সামনে সমর্থকদের ভিড়
Patna: Supporters of RJD leader Tejashwi Yadav outside his residence as counting of votes for #BiharElection2020 is underway pic.twitter.com/VvJAlZg8uv
— ANI (@ANI) November 10, 2020
টাইমস নাও-সি ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি ১টি আসন পেতে পারে। অন্য়রা পেতে পারে ৬টি আসন।অন্য়দিকে, ইন্ডিয়া টিভি’র এগজিট পোল দেখে বোঝা যাচ্ছে, বিহারে এনডিএ বনাম মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এনডিএ পেতে পারে ১১২টি আসন। মহাজোট পেতে পারে ১১০টি আসন।
রিপাবলিক টিভি-জন কি বাত এগজিট পোল অনুযায়ী, এনডিএ-র ঝুলিতে থাকবে ৯১-১১৭টি আসন। মহাজোটের হাতে থাকতে পারে ১১৮-১৩৮টি আসন, এলজেপি জিততে পারে ৫-৮টি আসন। অন্য়রা জিততে পারে ৩-৬টি আসনে।
বিহার জয়ের পর টুইট করলেন নীতীশ কুমার। টুইটারে জেডিইউ নেতা লিখেছেন, ‘‘জনতাই মালিক। যেভাবে আপনারা এনডিএ-কে সমর্থন করেছেন, সেজন্য় আপনাদের ধন্য়বাদ। সমর্থনের জন্য় মোদীকে ধন্য়বাদ’’।
দীপাবলি ধুমধাম করে উদযাপন করুন। নিজেদের খেয়াল রাখুন। করোনা নিয়ে সতর্ক থাকুন। আমাদের মন্ত্র ভোকাল ফর লোকাল: মোদী
যাঁরা গণতান্ত্রিকভাবে আমাদের সঙ্গে লড়তে পারছেন না, এমন কয়েকজন লোক বিজেপি কর্মীদের হত্য়া করার পন্থা নিয়েছেন। ওঁরা মনে করছেন, বিজেপি কর্মীদের হত্য়া করে নিজেদের রাস্তা তৈরি করবেন, ওঁদের বোঝানোর চেষ্টা করছি, ভোট আসে যায়, জয় পরাজয় হয়। কিন্তু এই মৃত্য়ুর খেলা গণতন্ত্রে চলবে না। আমরা গণতন্ত্রের পক্ষে: মোদী
দেশের যুবকদের প্রতি আহ্বান, আপনারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য় বিজেপিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন: মোদী
পরিবারবাদী দলগুলো গণতন্ত্রের জন্য় সবথেকে বিপজ্জনক। একথা দেশের যুবকরা জানেন। দেশেক একটা বড় দল, যারা দেশকে অনেক বছর নেতৃত্ব দিয়েছে, তারাও পরিবারতন্ত্রের জালে আটকে গিয়েছে: মোদী
নয়া ভারতের উদয়কে দেখছি। এমন এক ভারত, যা আত্মবিশ্বাসে ভরপুর, যে লক্ষ্য়ে অবিচল। বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়েছে করোনায়, সেখানে আমাদের দেশ নয়া নির্ণয় নিয়েছে, নতুন নীতি নিয়েছে: মোদী
যেভাবে বিহারবাসী রায় দিয়েছেন, নির্বাচনে জয়ের একমাত্র চাবিকাঠি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্র। সুশাসন মানেই বিজেপির সরকার। আপনারা যে রায় দিয়েছেন, তাতে আমরা অভিভূত: মোদী
বিজেপির প্রতি আজ দেশবাসীর একমাত্র আস্থা রয়েছে। বিজেপিই বিহারে একমাত্র দল, যাদের আসনসংখ্য়া বেড়েছে: মোদী
দেশবাসী বারবার বোঝাচ্ছেন যে, উন্নয়নই মূলমন্ত্র। উন্নয়ন করলেই সমর্থন মিলবে এটা প্রমাণিত। এনডিএ-র মূল লক্ষ্য় হল দেশের বিকাশ। যাঁরা এটা বুঝতে পারছেন না, জায়গায় জায়গায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে: মোদী
আগে ভোটের পর দিন হেডলাইন হত, ভোট লুঠ হয়েছে। এখন হেডলাইন হয়, এত শতাংশ ভোট পড়েছে...একটা ভোটকেন্দ্রেও পুনর্গণনার প্রয়োজন হয়নি। করোনাকালে এই নির্বাচন করা সহজ ছিল না। কিন্তু তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: মোদী।
দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত গোটা দেশের নজর ছিল টিভি, টুইটার, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটে হারজিত হয়। কিন্তু ভোট প্রক্রিয়া সকল ভারতীয়র কাছে জরুরি। কোটি কোটি দেশবাসীকে ধন্য়বাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ, সফলভাবে ভোট করার জন্য় কমিশন, প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি: মোদী
দিল্লিতে বিজেপি সদর দফতরে ভাষণ দিচ্ছেন মোদী।
বিহারে যেভাবে জয় পেয়েছি, তার জন্য় কোটি কোটি ধন্য়বাদ। যে জনসমর্থন পেয়েছি, তার জন্য় ধন্য়বাদ। প্রধানমন্ত্রীর জন্য়ই এই সমর্থন মিলেছে: জে পি নাড্ডা
বিজেপি সদর দফতরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজেপি সদর দফতরে পৌঁছোলেন রাজনাথ সিং।