Advertisment

Bihar Election Results 2020 Live Updates: বিহার জয়ের চাবিকাঠি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্র: মোদী

‘‘দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত গোটা দেশের নজর ছিল টিভি, টুইটার, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে’’

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Bihar Election Results 2020 Live Updates: বিহার জয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে উৎসবের আমেজ। বিহার জয় নিয়ে দিল্লিতে বিজেপি দফতরে এদিন মোদী বলেন, ‘‘দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত গোটা দেশের নজর ছিল টিভি, টুইটার, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটে হারজিত হয়। কিন্তু ভোট প্রক্রিয়া সকল ভারতীয়র কাছে জরুরি। কোটি কোটি দেশবাসীকে ধন্য়বাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ, সফলভাবে ভোট করার জন্য় কমিশন, প্রশাসনকে ধন্য়বাদ জানাচ্ছি’’।

Advertisment

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘ দেশবাসী বারবার বোঝাচ্ছেন যে, উন্নয়নই মূলমন্ত্র। উন্নয়ন করলেই সমর্থন মিলবে এটা প্রমাণিত। এনডিএ-র মূল লক্ষ্য় হল দেশের বিকাশ। যাঁরা এটা বুঝতে পারছেন না, জায়গায় জায়গায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে’’

বিহারে দিনভর রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গভীর রাতে যবনিকা পড়ল নির্বাচনের ফলাফলে। বিহারে ক্ষমতায় ফিরে চতুর্থবার সরকার গঠন করতে চলেছেন নীতীশ কুমারই। চূড়ান্ত ফলাফল এনডিএ জয়ী ১২৫টি আসনে, মহাজোটের দৌড় থামল ১১০টি আসনে, অন্য়রা ৭টি আসনে জয়ী, এআইএমআইএম জয়ী ৫টি আসনে। চিরাগ পাসওয়ানের দল এলজেপি কোনওরকমে একটি আসনে জিতে রক্ষা করেছে। ২৪৩ আসনের বিহার বিধানসভায় জেতার জন্য় প্রয়োজন ছিল ১২২টি আসন। ৩টি আসন বেশি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেল এনডিএ।  Read the live blog in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Bihar Election Result 2020 Live Update: বিহারে এনডিএ-র জয়, সব আপডেট রইল এখানে, Follow the Live Update here:














20:17 (IST)11 Nov 20





















মোদীকে ধন্য়বাদ: নীতীশ

বিহার জয়ের পর টুইট করলেন নীতীশ কুমার। টুইটারে জেডিইউ নেতা লিখেছেন, ‘‘জনতাই মালিক। যেভাবে আপনারা এনডিএ-কে সমর্থন করেছেন, সেজন্য় আপনাদের ধন্য়বাদ। সমর্থনের জন্য় মোদীকে ধন্য়বাদ’’।

20:12 (IST)11 Nov 20





















আমাদের মন্ত্র ভোকাল ফর লোকাল: মোদী

দীপাবলি ধুমধাম করে উদযাপন করুন। নিজেদের খেয়াল রাখুন। করোনা নিয়ে সতর্ক থাকুন। আমাদের মন্ত্র ভোকাল ফর লোকাল: মোদী

20:11 (IST)11 Nov 20





















গণতন্ত্রে হত্য়ার রাজনীতি চলবে না: মোদী

যাঁরা গণতান্ত্রিকভাবে আমাদের সঙ্গে লড়তে পারছেন না, এমন কয়েকজন লোক বিজেপি কর্মীদের হত্য়া করার পন্থা নিয়েছেন। ওঁরা মনে করছেন, বিজেপি কর্মীদের হত্য়া করে নিজেদের রাস্তা তৈরি করবেন, ওঁদের বোঝানোর চেষ্টা করছি, ভোট আসে যায়, জয় পরাজয় হয়। কিন্তু এই মৃত্য়ুর খেলা গণতন্ত্রে চলবে না। আমরা গণতন্ত্রের পক্ষে: মোদী

20:06 (IST)11 Nov 20





















বিজেপিকে সঙ্গে নিয়ে চলুন: মোদী

দেশের যুবকদের প্রতি আহ্বান, আপনারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য় বিজেপিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন: মোদী

20:04 (IST)11 Nov 20





















নাম না করে কংগ্রেসকে খোঁচা মোদীর

পরিবারবাদী দলগুলো গণতন্ত্রের জন্য় সবথেকে বিপজ্জনক। একথা দেশের যুবকরা জানেন। দেশেক একটা বড় দল, যারা দেশকে অনেক বছর নেতৃত্ব দিয়েছে, তারাও পরিবারতন্ত্রের জালে আটকে গিয়েছে: মোদী

20:00 (IST)11 Nov 20





















নতুন ভারতের উদয় দেখছি: মোদী

নয়া ভারতের উদয়কে দেখছি। এমন এক ভারত, যা আত্মবিশ্বাসে ভরপুর, যে লক্ষ্য়ে অবিচল। বিশ্বের অনেক দেশ হিমশিম খেয়েছে করোনায়, সেখানে আমাদের দেশ নয়া নির্ণয় নিয়েছে, নতুন নীতি নিয়েছে: মোদী

" id="lbcontentbody">
19:56 (IST)11 Nov 20





















বিহার জয়ের চাবিকাঠি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্র: মোদী

যেভাবে বিহারবাসী রায় দিয়েছেন, নির্বাচনে জয়ের একমাত্র চাবিকাঠি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ মন্ত্র। সুশাসন মানেই বিজেপির সরকার। আপনারা যে রায় দিয়েছেন, তাতে আমরা অভিভূত: মোদী

publive-image

19:51 (IST)11 Nov 20





















বিজেপির প্রতিই দেশবাসীর আস্থা: মোদী

বিজেপির প্রতি আজ দেশবাসীর একমাত্র আস্থা রয়েছে। বিজেপিই বিহারে একমাত্র দল, যাদের আসনসংখ্য়া বেড়েছে: মোদী

19:46 (IST)11 Nov 20





















এনডিএ-র মূল লক্ষ্য় হল দেশের বিকাশ: মোদী

দেশবাসী বারবার বোঝাচ্ছেন যে, উন্নয়নই মূলমন্ত্র। উন্নয়ন করলেই সমর্থন মিলবে এটা প্রমাণিত। এনডিএ-র মূল লক্ষ্য় হল দেশের বিকাশ। যাঁরা এটা বুঝতে পারছেন না, জায়গায় জায়গায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে: মোদী

19:37 (IST)11 Nov 20





















করোনাকালে এই নির্বাচন করা সহজ ছিল না: মোদী

আগে ভোটের পর দিন হেডলাইন হত, ভোট লুঠ হয়েছে। এখন হেডলাইন হয়, এত শতাংশ ভোট পড়েছে...একটা ভোটকেন্দ্রেও পুনর্গণনার প্রয়োজন হয়নি। করোনাকালে এই নির্বাচন করা সহজ ছিল না। কিন্তু তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে: মোদী।

19:35 (IST)11 Nov 20





















দেশবাসীর কাছে কৃতজ্ঞ: মোদী

দেশবাসীর কাছে কৃতজ্ঞ। কাল সকাল থেকে মাঝরাত পর্যন্ত গোটা দেশের নজর ছিল টিভি, টুইটার, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। ভোটে হারজিত হয়। কিন্তু ভোট প্রক্রিয়া সকল ভারতীয়র কাছে জরুরি। কোটি কোটি দেশবাসীকে ধন্য়বাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ, সফলভাবে ভোট করার জন্য় কমিশন, প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছি: মোদী

19:32 (IST)11 Nov 20





















বিহার জয়ের পর দলীয় কর্মীদের বার্তা মোদীর

দিল্লিতে বিজেপি সদর দফতরে ভাষণ দিচ্ছেন  মোদী। 

" id="lbcontentbody">
19:21 (IST)11 Nov 20





















বিহার জয়ের জন্য় ধন্য়বাদ: নাড্ডা

বিহারে যেভাবে জয় পেয়েছি, তার জন্য় কোটি কোটি ধন্য়বাদ। যে জনসমর্থন পেয়েছি, তার জন্য় ধন্য়বাদ। প্রধানমন্ত্রীর জন্য়ই এই সমর্থন মিলেছে: জে পি নাড্ডা

publive-image

19:16 (IST)11 Nov 20





















LIVE: বিজেপি দফতর থেকে সরাসরি

19:12 (IST)11 Nov 20





















বিজেপি সদর দফতরে মোদী

বিজেপি সদর দফতরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

" id="lbcontentbody">
18:57 (IST)11 Nov 20





















বিজেপি সদর দফতরে রাজনাথ সিং

বিজেপি সদর দফতরে পৌঁছোলেন রাজনাথ সিং।

publive-image

" id="lbcontentbody">
18:41 (IST)11 Nov 20





















বিজেপি দফতরে অমিত শাহ

দিল্লিতে বিজেপি সদর দফতরে এলেন অমিত শাহ। 

publive-image

18:37 (IST)11 Nov 20





















দিল্লিতে বিজেপি দফতরে উৎসব

বিহারে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ের পর বিজেপির সদর দফতরে কর্মীদের মধ্য়ে উচ্ছ্বাস। একটু পরেই বার্তা দেবেন মোদী। বিজেপি দফতরে পৌঁছেছেন জে পি নাড্ডা।

18:31 (IST)11 Nov 20





















বিজেপি দফতরে জে পি নাড্ডা

18:26 (IST)11 Nov 20





















একটু পরেই মোদীর ভাষণ

বিহার জয়ে দিল্লিতে বিজেপির সদর দফতরে উৎসবের আমেজ। একটু পরেই দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য় রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

08:27 (IST)11 Nov 20





















বিহারে ক্ষমতায় ফিরল এনডিএ, বৃহত্তম দল আরজেডি

দিনভর টানটান উত্তেজনার শেষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করল এনডিএ। ১২৫টি আসন জিতে ক্ষমতায় ফিরল বিজেপি-জেডিইউ শিবির। চতুর্থবার সরকার গঠনের পথে নীতীশ কুমার। অন্যদিকে, ১১০টি আসনে দৌড় থামল মহাজোটের। কঠিন লড়াই দিলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১২টি আসন কম পেল মহাজোট। তবে বৃহত্তম দল হিসাবে বিহারে বিরোধী আসনে বসবে আরজেডি। বামেরা ভাল ফল করলেও কংগ্রেসের স্ট্রাইক রেটের কারণে মহাজোটের বাজিমাত হল না। এআইএমআইএম ৫টি আসনে জিতেছে। চিরাগ পাসওয়ানের দল এলজেপি ১টি আসন জিতে মান রক্ষা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে বিহারবাসীর জয় বলে অভিহিত করেছেন টুইটে।

23:20 (IST)10 Nov 20





















মোদীজির নেতৃত্বে বিহারে জিতেছে এনডিএ: রাজ্য বিজেপি সভাপতি

বিহারে সরকার গড়ছে এনডিএ। এমনটাই জানালেন রাজ্য বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়াল। জানালেন, মোদীজির নেতৃত্বে বিপুল জয় এসেছে। এনডিএ ম্যাজিক ফিগার পার করে গিয়েছে বলে দাবি করেন জওসয়াল।

23:16 (IST)10 Nov 20





















হারানো জমি ফিরে পাচ্ছে বামেরা

বামেরা এখনও ভারতের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়নি। দেখিয়ে দিল বিহার বিধানসভা নির্বাচন। সিপিআই, সিপিএম এবং সিপিএমএল ৭টি আসনে জয়লভা করেছে। আরও ১০টিতে এগিয়ে রয়েছে। সবমিলিয়ে অপ্রত্যাশিত ফলাফল দেখিয়ে দিল, বামেরা ঘুরে দাঁড়াচ্ছে। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির দাবি, আরও বেশি আসনে প্রার্থী দিতে পারলে ফলাফল ভাল হত। ২৯টি আসনে এবার বিহারে লড়াই করেছে বাম দলগুলি। 

21:50 (IST)10 Nov 20





















ভোট কারচুপির অভিযোগ তুলল আরজেডি

ভোট কারচুপির অভিযোগ তুলে জেডিইউ-বিজেপিকে কাঠগড়ায় তুলল আরজেডি। অভিযোগ, ১১৯ জন দলীয় প্রার্থী জিতলেও নির্বাচন কমিশনের আধিকারিকরা সার্টিফিকেট না দিয়ে পরে বলছেন, তাঁরা নাকি হেরে গিয়েছেন। তালিকা নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বিঁধল লালুর দল।

20:14 (IST)10 Nov 20





















নীতীশকে ফোন অমিত শাহের

আসনের নিরিখে সামান্য এগিয়ে থাকলেও এনডিএ জোট জয়ের ব্যাপারে আশাবাদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে। জানা গিয়েছে, দুই নেতার মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, বিহার বিজেপির সভাপকি জল্পনা উড়িয়ে জানিয়েছেন, বিজেপি কথার খেলাপ করবে না। এনডিএ ডিতলে নীতীশই হবেন মুখ্যমন্ত্রী।

20:05 (IST)10 Nov 20





















তেজস্বীর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন পওয়ার

বিহার নির্বাচনে এনডিএ-মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কিন্তু গোটা প্রচার পর্বে কঠিন লড়াই দেওয়ার জন্য আরজেডি নেতা তেজস্বী যাদবের ভূয়সী প্রশংসা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তেজস্বীর লড়াইকে কুর্নিশ জানিয়েছেন পওয়ার।

18:54 (IST)10 Nov 20





















সন্ধে নামতেই বিহারে 'জ্বলে' উঠল লণ্ঠন

যাকে বলে, বিহার নির্বাচনের ফলাফল ফটো ফিনিশের দিকে এগোচ্ছে। সন্ধে গড়াতেই ফের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়েছে এনডিএ-মহাজোটের মধ্যে। একক বৃহত্তম দল হওয়ার দিকে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আরজেডি। ৭৪টি আসনে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, ৭৩টি আসনে এগিয়ে বিজেপি। গতবারের থেকে ২০টি আসন বেশি। বেলা বাড়তেই বদলে যাচ্ছে চিত্র। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দৌড়ে এবার এনডিএ-কে জোর টক্কর দিচ্ছে মহাজোট।

17:57 (IST)10 Nov 20





















বাঁধন হারা আনন্দ

গণনার প্রবণতায় স্বস্তিতে জেডিইউ কর্মী, সমর্থকরা। ফের বিহারে সরকার গড়ার পথে এনডিএ। অনন্দে রাস্তায় পাটনার নেমে পড়লেন নীতীশ কুমারের দলের সমর্থকরা।

17:46 (IST)10 Nov 20





















ওয়েইসি ভোট কাটার, ধর্মনিরপেক্ষ দলগুলিতে সতর্ক করলেন অধীর

মহাজোটের শরিক কংগ্রেসের পারফরম্যান্স খারাপের দিকে যাচ্ছে। ৭০টি আসনে প্রার্থী দিয়ে মাত্র ১৮টিতে জয়ের পথে কংগ্রেস। আসাদউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএমকে ভোট কাটার বলে কটাক্ষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরির দাবি, বিজেপি ওয়েইসিকে ব্যবহার করে সংখ্যালঘু ভোটে থাবা বসিয়েছে। ভবিষ্যতের জন্য ওয়েইসির দল থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কংগ্রেস সাংসদ।

npublive-image" id="lbcontentbody">
16:39 (IST)10 Nov 20





















গেরুয়া উচ্ছ্বাস

হাড্ডাহাড্ডি লড়াই হলেও গণনার প্রবণতা অনুয়ায়ী বিহারে ফের সরকার গড়তে চলেছে এনডিএ। আর তাতেই খুশির হাওয়া রাজ্যের শাসক শিবিরে। উচ্ছ্বাসে মেতেছেন বিজেপি, জেডিইউ কর্মী, সমর্থকরা।

publive-image

publive-image

16:32 (IST)10 Nov 20





















বিহারে মহাজোটের সরকার সুনিশ্চিত, টুইটবার্তা আরজেডি-র

ভোট গণনার প্রবণতা অনুসারে বিহারে এগিয়ে এনডিএ। কিন্তু, সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী আরজেডি। টুইটবার্তায় আরজেডি জানিয়েছে, তারাই বিহারে সরকার গড়বে। রাজ্যের প্রধান বিরোধী দলের দাবি, বিহারবাসী পরিবর্তনের জন্য এবার ভোট দিয়েছেন। গণনা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলের সকল প্রার্থী ও কাউন্টিং এজেন্ট গণনা কেন্দ্রেই থাকবেন।

16:29 (IST)10 Nov 20





















নীতীশের ছায়া থেকে বেরিয়ে এসে একক বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি

মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের ছায়া থেকে বেরিয়ে এসে বিহারে একক বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। এবার গেরুয়া শিবিরে গুঞ্জন উঠতে শুরু করেছে, এবার বিজেপির মুখ্যমন্ত্রী চাই। অন্যদিকে, একক ভাবে আসনের বিচারে বিহারে তৃতীয় দল হতে চলেছে নীতীশের জেডিইউ। জোটধর্ম মেনে কি বিজেপি নীতীশকেই মুখ্যমন্ত্রী করবে নাকি খেলা অন্যদিকে মোড় নেবে, উঠছে প্রশ্ন।

16:00 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

এনডিএ এগিয়ে ১৩১টি আসনে, মহাজোট এগিয়ে ১০১টি আসনে, অন্য়রা ৬টি আসনে এগিয়ে, এআইএমআইএম এগিয়ে ৪টি আসনে, এলজেপি এগিয়ে ১টি কেন্দ্রে।

15:45 (IST)10 Nov 20





















দ্বারভাঙায় জয়ী বিজেপি প্রার্থী সঞ্জয়

দ্বারভাঙা কেন্দ্রে জিতলেন বিজেপি নেতা সঞ্জয় সারোগি। ১০ হাজারেরও বেশি ভোটে আরজেডি-র অমর নাথ গামিকে হারালেন তিনি।

15:33 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

এনডিএ এগিয়ে ১৩১টি আসনে, মহাজোট এগিয়ে ১০৩টি আসনে, অন্য়রা ৬টি আসনে এগিয়ে, এআইএমআইএম এগিয়ে ২টি আসনে, এলজেপি এগিয়ে ১টি কেন্দ্রে।

15:17 (IST)10 Nov 20





















ট্রেন্ড দেখে উৎসবের মুডে এনডিএ শিবির, জেতার ব্য়াপারে আত্মবিশ্বাসী মহাজোট

ট্রেন্ড দেখে স্পষ্ট যে, বিহারে আবারও ক্ষমতায় ফিরছে এনডিএ। জেডিইউ মুখপাত্র অজয় অলোক বলেছেন, ট্রেন্ড স্পষ্ট করেছে যে নীতীশ কুমারের উপরই ফের আস্থা রেখেছেন বিহারবাসী। যদিও আরজেডি-র মুখপাত্র মৃত্য়ুঞ্জয় তিওয়ারি বলেছেন, ‘‘এটা টি-২০ ম্য়াচের মতো। ম্য়াচের লাস্ট বলের সময়ই ফল সুস্পষ্ট হবে’’।

" id="lbcontentbody">
15:02 (IST)10 Nov 20





















রঘোপুরে এগিয়ে তেজস্বী

রঘোপুরে ৮ হাজার ৫০০-রও বেশি ভোটে এগিয়ে তেজস্বী যাদব। publive-image

14:34 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

এনডিএ এগিয়ে ১২৮টিতে আসনে, মহাজোট এগিয়ে ১০৪টি আসনে, অন্য়রা ৬টি আসনে এগিয়ে, এআইএমআইএম এগিয়ে ৩টি আসনে, এলজেপি এগিয়ে ২টি কেন্দ্রে

" id="lbcontentbody">
14:20 (IST)10 Nov 20





















বিহার ভোটে ভাল ফলাফলের পথে বাম দলগুলো

বিহারে জোর লড়াই দিচ্ছে বাম দলগুলো। কয়েক রাউন্ডের ভোট গণনা শেষে অন্তত ১৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে বাম দলগুলো। এবার আরজেডি-কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটের হয়ে লড়াই করেছে সিপিআই (এম-এল), সিপিএম ও সিপিআই। মোট ২৯টি আসনে প্রার্থী দিয়েছে তিনটি বাম দল। এর মধ্যে সিপিআই (এম-এল) ১৯টি, সিপিএম এবং সিপিআই লড়ছে যথাক্রমে ৬ ও ৪টি আসনে। বিস্তারিত পড়ুন

publive-image

14:03 (IST)10 Nov 20





















দুপুর ১টা পর্যন্ত ১ কোটিরও বেশি ভোট গণনা: কমিশন

দুপুর ১টা পর্যন্ত ১ কোটিরও বেশি ভোট গণনা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। আজ রাতের মধ্য়েই গণনার প্রক্রিয়া শেষ করা যাবে বলে আশাবাদী কমিশন।

14:02 (IST)10 Nov 20





















বিহারের মুখ্য়মন্ত্রীর কুর্সিতে নীতীশই, বার্তা কৈলাসের

এনডিটিভি-কে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, নীতীশ কুমারকে মুখ্য়মন্ত্রী করার প্রতিশ্রুতি রাখবে দল। সরকার গঠন নিয়ে সন্ধ্য়ায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

13:23 (IST)10 Nov 20





















বিহার কার দখলে? কী বলছেন বিশেষজ্ঞরা
13:21 (IST)10 Nov 20





















সাড়ে ১১টা পর্যন্ত বিহারে ভোটগণনা ১১ শতাংশ

সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিহারে ভোটগণনা হয়েছে ১১ শতাংশ। এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে ম্য়াজিক ফিগার পার করে এগিয়ে রয়েছে এনডিএ, পিছিয়ে রয়েছে মহাজোট।

13:10 (IST)10 Nov 20





















পটনায় জেডিইউ দফতের সামনের ছবি

" id="lbcontentbody">
12:49 (IST)10 Nov 20





















তেজস্বী যাদবই ‘বিহারের মুখ্যমন্ত্রী’! জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং লালু-পুত্র

শিয়রে বিহার নির্বাচনের (Bihar Election 2020) ফল। আর তার আগেই নেটদুনিয়ায় ভাইরাল তেজস্বী যাদব (ejashwi Yadav)। প্রথমত, গতকাল অর্থাৎ ৯ নভেম্বর ছিল তাঁর জন্মদিন। এবং দ্বিতীয়ত এযাৎকালের সমীক্ষা বলছে, বিহার মসনদের পাল্লা তেজস্বীর দিকেই ভারী। আর সেই প্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ায় এখন তেজস্বী যাদব ট্রেন্ডিং। তাঁর ৩১তম জন্মদিনেই সমর্থকদের শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের মন্তব্য, “বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী যাদব-ই।” বিস্তারিত পড়ুন

publive-image

12:16 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

এনডিএ এগিয়ে ১২৯টি আসনে, মহাজোট এগিয়ে ৯৯টি আসনে, এলজেপি এগিয়ে ৫টি আসনে, অন্য়ান্য়রা এগিয়ে ৮টি আসনে, এআইএমআইএম এগিয়ে ২টি আসনে

11:25 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

এনডিএ এগিয়ে ১২৯টি আসনে, মহাজোট এগিয়ে ৯৮টি আসনে। অন্য়ান্য়রা এগিয়ে ৮টি আসনে, এলজেপি এগিয়ে ৭টি আসনে, এআইএমআইএম এগিয়ে ১টি আসনে।

11:03 (IST)10 Nov 20





















ট্রেন্ড অনুযায়ী ম্য়াজিক ফিগার পার এনডিএ-র

ট্রেন্ড অনুযায়ী বিহারে ক্ষমতায় ফিরছেন নীতীশ কুমারই। ১২৫ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। অন্য়দিকে, ১০১টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। এলজেপি এগিয়ে রয়েছে ৭টি আসনে। অন্য়ান্য়রা এগিয়ে ৮ আসনে। এআইএমআইএম এগিয়ে ২ আসনে।

10:46 (IST)10 Nov 20





















মহাজোট পিছিয়ে, এগিয়ে এনডিএ

বিহারে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই। মহাজোটকে পিছনে ফেলে এগিয়ে গেল এনডিএ। এই মুহূর্তে ১২০টি আসনে এগিয়ে এনডিএ, ১০৬টি আসনে এগিয়ে মহাজোট, অন্য়রা এগিয়ে ৯টি আসনে, এলজেপি এগিয়ে ৬টি আসনে, এআইএমআইএম এগিয়ে ২ আসনে।

10:41 (IST)10 Nov 20





















তেজস্বী ভব: বিহার! টুইট তেজপ্রতাপ যাদবের

" id="lbcontentbody">
10:07 (IST)10 Nov 20





















তেজস্বীকে আজ জন্মদিনের উপহার দেবে বিহার: লালু

তেজস্বী যাদবের জন্মদিনের উপহার আজ দেবে বিহার, একথাই বলেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য় কেলেঙ্কারি মামলায় বর্তমানে জেলবন্দি লালু। লালুর পরিবার সূত্রে খবর, মধ্য়রাত ১২টা নাগাদ লালুকে ফোন করেন পুত্র তেজস্বী। সেসময় ঘুমিয়েছিলেন লালু। পরে ঘুম থেকে উঠেই ছেলেকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘উপহার তো কাল বিহার তোমায় দেবে’’। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।

publive-image

09:51 (IST)10 Nov 20





















তেজস্বীর বাসভবনের বাইরের ছবি

তেজস্বী যাদবের বাড়ির বাইরের ছবি

09:45 (IST)10 Nov 20





















বিহারে এগিয়ে মহাজোট, পিছিয়ে এনডিএ

২৪৩ আসনের বিহার বিধানসভায় ১১৬টিতে এগিয়ে রয়েছে মহাজোট, ১১১টি কেন্দ্রে এগিয়ে রয়েছে এনডিএ, এলজেপি এগিয়ে ৮টি আসনে, অন্য়রা এগিয়ে ৮টি আসনে

09:24 (IST)10 Nov 20





















এই মুহূর্তের ট্রেন্ড

বিহারে ১০১টি আসনে এগিয়ে মহাজোট, ৯৯টি আসনে এগিয়ে এনডিএ, এলজেপি এগিয়ে ৬টি আসনে, অন্য়রা এগিয়ে ৬টিতে

09:16 (IST)10 Nov 20





















তেজস্বীর বাসভবনের সামনে সমর্থকদের ভিড়

তেজস্বী যাদবের বাড়ির সামনে সমর্থকদের ভিড়

" id="lbcontentbody">
09:00 (IST)10 Nov 20





















পিছিয়ে এনডিএ, এগিয়ে মহাজোট

publive-image

08:47 (IST)10 Nov 20





















বিহারে টানটান লড়াই

বিহারে এনডিএ-কে টেক্কা দিয়ে এগিয়ে গেল মহাজোট। এনডিএ এগিয়ে ৫৪টি আসনে। অন্য়দিকে, মহাজোট এগিয়ে ৭২টি আসনে। ২টি আসনে এগিয়ে এলজেপি।

" id="lbcontentbody">
08:41 (IST)10 Nov 20





















বিহার নির্বাচনে এগজিট পোলের ফল একনজরে

publive-image

" id="lbcontentbody">
08:27 (IST)10 Nov 20





















এনডিএ এগিয়ে ২১টি আসনে, মহাজোট এগিয়ে ২০টিতে

publive-image

08:21 (IST)10 Nov 20





















বিহারে হাড্ডাহাড্ডি লড়াই

এখনও পর্যন্ত ১৭টি আসনে এগিয়ে জেডিইউ-বিজেপি জোট। অন্য়দিকে, ১৬টি আসনে এগিয়ে মহাজোট

08:06 (IST)10 Nov 20





















বিহারে ভোটগণনা শুরু

ঘড়ির কাঁটা ধরে সকাল ৮টা নাগাদ শুরু হয়ে গেল বিহারের ভোটগণনা।

07:56 (IST)10 Nov 20





















বিহার কার? উত্তর মিলবে আজ

আজ বিহারের রায়। মুখ্য়মন্ত্রীর কুর্সি কি ধরে রাখতে পারবেন নীতীশ কুমার? না কি বুথ ফেরত সমীক্ষার ফলই সত্য়ি হয়ে বিহারের ক্ষমতা কাঁধে উঠবে মহাজোটের তেজস্বী যাদবের কাঁধে? আজই এই প্রশ্নের উত্তর মিলতে চলেছে। সকাল ৮টা থেকে শুরু গণনা।

করোনা অতিমারী আবহে দেশের প্রথম নির্বাচন হল বিহারে। প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে ৩ দফায় ভোটগ্রহণ পর্ব চলে। গত ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর ভোটগ্রহণ চলে বিহারে। প্রথম দফায় বিহারে ভোটপড়েছে ৫৪ শতাংশ, দ্বিতীয় দফায় ভোটের হার ৫৫.৭ শতাংশ। তৃতীয় ও শেষ দফায় বিহারে ভোট পড়েছে ৫৬.০২ শতাংশ।

টাইমস নাও-সি ভোটারের এগজিট পোল অনুযায়ী, বিহারে এনডিএ পেতে পারে ১১৬টি আসন, মহাজোট পেতে পারে ১২০টি আসন, এলজেপি ১টি আসন পেতে পারে। অন্য়রা পেতে পারে ৬টি আসন।অন্য়দিকে, ইন্ডিয়া টিভি’র এগজিট পোল দেখে বোঝা যাচ্ছে, বিহারে এনডিএ বনাম মহাজোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এনডিএ পেতে পারে ১১২টি আসন। মহাজোট পেতে পারে ১১০টি আসন।

রিপাবলিক টিভি-জন কি বাত এগজিট পোল অনুযায়ী, এনডিএ-র ঝুলিতে থাকবে ৯১-১১৭টি আসন। মহাজোটের হাতে থাকতে পারে ১১৮-১৩৮টি আসন, এলজেপি জিততে পারে ৫-৮টি আসন। অন্য়রা জিততে পারে ৩-৬টি আসনে।

Bihar Elections
Advertisment