'হারবে বুঝেই আসামের কায়দায় বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে।' শনিবার ভয়ঙ্কর এই অভিযোগ করলেন বাজপেয়ী জমানার মন্ত্রী তথা বর্তমান তৃণমূল নেতা যশবন্ত সিং। বাংলায় জিততে বিজেপি নেতৃত্ব মিথ্যে প্রচারের আশ্রয় নেবে বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।
কী বলেছেন যশবন্ত?
গত ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট চলাকালীনই প্রধানমন্ত্রী মোদী দক্ষিণ ২৪ পরগনার প্রচার থেকে বলেছিলেন যে, 'দিদি এবার হারবেন। তাই অন্য একটি আসনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিতে পারেন তিনি। শুক্রবার রাতেও আসাম থেকে একই দাবি তুলেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । পরদিন অমিত শাহও কোচবিহারে একই কথা বলেন।' এবার তার পাল্টা দিলেন তৃণমূল নেতা যশবন্ত সিনহা।
তৃণমূলের সহসভাপতির কথায়, 'মিথ্যের চর্চা চলছে বিজেপির অন্দরে। মাইন্ড গেমসে আমাদের মনোবল ভাঙার চেষ্টা চলছে। এ বিষয়ে জনগণকে সতর্ক করছি। সেসব মাইন্ড গেমস রুখে দিতে আমরা প্রস্তুত।'
শনিবার দুপুরে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী বললেন, 'প্রথম দু’দফার ভোটে ফলাফল যে খুবই নিরাশাজনক হবে, তা বুঝেছে বিজেপি। তাই গভীর রাতে মোদী-অমিত শাহ-নাড্ডা মিলে বৈঠক করেছেন। হারবে বুঝে বিজেপি ইভিএম বদলের চক্রান্ত করেছে। আমরা তা রুখে দেব। আগামী ৬ দফা ভোটে ওদের ফল আরও খারাপ হবে।'
ভোটে ইভিএম কারচুপির অভিযোগ প্রথম থেকেই করে আসছেন তৃণমূল নেত্রী। আসামের ঘটনা মমতার সেই দাবিকেই যেন উস্কে দিয়েছে। নন্দীগ্রাম সহ ভোটের ফলাফল নিয়ে যখন একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে যুযুধান তৃণমূল-বিজেপি তখন আসামের ইভিএম প্রসঙ্গে উত্থাপন করে গেরুয়া শিবিরের উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা যশবন্ত সিনহারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন