উনিশে মোদী-শাহর নজরে বাংলা, এ রাজ্যে তিনশোরও বেশি সভা!

সূত্র মারফৎ জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচার উপলক্ষে এ রাজ্যে মোট ৩১০টি সভা করবে পদ্মবাহিনী।

সূত্র মারফৎ জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচার উপলক্ষে এ রাজ্যে মোট ৩১০টি সভা করবে পদ্মবাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
modi, মোদী

মোদী ও অমিত শাহ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

লোকসভা ভোটে যেন বিজেপির নজরবন্দি বাংলা। আর তাই উনিশের ভোটের ঢালাও প্রচার চালাতে এ রাজ্যে তিনশোরও বেশি সভা করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়াবাহিনী। উল্লেখ্য, এ রাজ্যে দিলীপ ঘোষদের রথের চাকা কিছুতেই গড়াতে দেয়নি মমতা সরকার। রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২২টি আসন দখলের টার্গেট দিয়েছেন স্বয়ং অমিত শাহ। বিজেপি সভাপতির সেই টার্গেট ছুঁতে মরিয়া রাজ্য বিজেপি নেতৃত্ব। সেকারণেই উনিশের ভোটযুদ্ধে তৃণমূলকে টক্কর দিতে এ রাজ্যে ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়ছেন দিলীপ ঘোষরা।

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, লোকসভা ভোটের প্রচার উপলক্ষে এ রাজ্যে মোট ৩১০টি সভা করবে পদ্মবাহিনী। উনিশের ভোটের লড়াইয়ে পশ্চিমবঙ্গই অন্যতম প্রধান ফোকাস তাঁদের, এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব। পাশাপাশি এ রাজ্যে বিজেপির রথযাত্রা কর্মসূচি যেভাবে আটকেছে তৃণমূল সরকার, তার জেরে প্রচারে আরও জোর দিচ্ছে গেরুয়াশিবির।

আরও পড়ুন, ভয় পেয়ে ভুল বকছেন অমিত শাহ, প্রতিক্রিয়া তৃণমূলের

দলের রথযাত্রা কর্মসূচি ঠেকানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মালদহের সভায় অমিত শাহ বলেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তাই রথযাত্রা করতে দেননি। উনি নিশ্চিত ভাবে জানতেন, যদি আমরা রথযাত্রা কর্মসূচি করতাম, তাহলে ওঁর শেষযাত্রা হত। আপনি যিদি আমাদের রথের পথ আটকান, তবে আমরা সভা, মিছিল করব...আমাদের রুখতে পারবেন না। যত বেশি আপনি আমাদের রোখার চেষ্টা করবেন, কর্মীদের মারধর করবেন, তত বেশি পদ্মফুল ফুটবে বাংলায়।’’ পাশাপাশি মমতার ব্রিগেড শো নিয়েও কটাক্ষ করেন শাহ। বিজেপি সভাপতি বলেন, এটা স্বার্থসিদ্ধির জোট।

Advertisment

এদিকে, মমতার ব্রিগেড সভার পাল্টা আগামী ৮ ফেব্রুয়ারি মোদীর ব্রিগেড সভার ডাক দিয়েছিল বিজেপি। যদিও তা পরে বাতিল করে দেয় গেরুয়াবাহিনী। ব্রিগেডের পরিবর্তে ওইদিন আসানসোলে সভা করবেন মোদী। একথাই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর আগে আগামী ২৮ জানুয়ারি শিলিগুড়ি ও ৩১ জানুয়ারি উত্তর ২৪ পরগনার বনগাঁয় সভা রয়েছে মোদীর।

Read the full story in English

bjp lok sabha 2019