সাংবাদিক সম্মেলন ঝড় তুললেন কেজরিওয়াল। অখিলেশ যাবদের সঙ্গে এদিন এক সাংবাদিক সম্মেলনে বিস্ফোরক দাবি করেন আপ সুপ্রিমো। তিনি বলেন, 'এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২২০টিরও কম আসন জিতবে'।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব এবং দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বৃহস্পতিবার একটি যৌথ সংবাদ সম্মেলন করেন। এই সময় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তীব্র নিশানা করেন মোদী সরকার ও বিজেপিকে।
অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন যে বিজেপি পাঞ্জাবে একটি আসনও পাবে না। এর পাশাপাশি তিনি তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদী অমিত শাহের জন্য ভোট চাইছেন। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি জিতলে, যোগী আদিত্যনাথকে দুই-তিন মাসের মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং অমিত শাহকে তাঁর উত্তরাধিকারী করবেন প্রধানমন্ত্রী মোদী'।
এ ছাড়া তিনি বলেন, 'বিজেপি ক্ষমতায় এলে সংরক্ষণের অবসান ঘটাবে। এবারের লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি কেজরিওয়াল বলেন, 'মোদিজি ২০১৪ সালে নিয়ম করে দিয়েছিলেন যে ৭৫ বছরের বেশি বয়সীদের সংগঠন ও সরকারে রাখা হবে না। মোদীজি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বছরের সেপ্টেম্বর মাসে তিনি অমিত শাহ-কে তাঁর উত্তরাধিকারী করবেন, অমিত শাহের জন্য যারা বাধা হয়ে উঠতে পারে তাদের একে একে সরিয়ে দেওয়ার কাজ চলছে'।
লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক বৈঠকে বড় দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, যে 'লোকসভা নির্বাচনে অনেক রাজ্যে বিজেপির আসন কমছে, বিজেপি ২২০টির কম আসন পেতে চলেছে। তিনি আরও বলেন, বিজেপির তরফে ৪০০ পার স্লোগান দেওয়া হয়েছিল কারণ বিজেপি সংরক্ষণের বিরুদ্ধে। তারা রিজার্ভেশন সিস্টেমকে শেষ করতে চায়'।
১০ই মে অন্তর্বর্তীকালীন জামিনে তিহার জেল থেকে বেরিয়ে আসার পরে অরবিন্দ কেজরিওয়াল মোদীর অবসর নেওয়ার বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করেছিলেন। এরপর বিজেপির তরফে জানানো হয় প্রধানমন্ত্রী হবেন মোদী। তিনি তৃতীয় মেয়াদ পূর্ণ করবেন'।