২০০ আসন পেয়েই এবার বাংলা জয় করবে বিজেপি। প্রথম থেকেই এই ঘোষণা করেছেন অমিত শাহ। এবার বলে দিলেন প্রথম পাঁচ দফায় কত আসন পাবে গেরুয়া শিবির। একই সঙ্গে তাঁর ঘোষণা, ২রা মে 'দিদি'র বিদায় নিশ্চিত। বোম, বন্দুক, বারুদের বদলে বাংলার বিজেপি সরকার শিল্প ও উন্নয়নের মডেল গড়বে বলে বর্ধমানের পূর্বস্থলীর প্রচারসভায় আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Advertisment
কী বলেছেন অমিত শাহ?
'২রা মে দিদির বিদায় নিশ্চিত। বিজেপি বাংলায় সরকার গড়বে।'
'দিদিকে বড় আকারে বিদায় জানাতে হবে। আমরা ২০০ আসন পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়ব।'
'পাঁচ দফাতে বিজেপি ১২২ আসন পবে বিজেপি।'
'দিদির আমলে বাংলা বোম, বন্দুক, বারুদের মডেল হয়েছিল। বিজেপি সরকার বাংলাকে শিল্প ও উন্নয়নের মডেলে পরিণত করবে।'
'দিদির ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরা। বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ সমস্যা বন্ধ করবে।'
'সরস্বতী পুজো, দুর্গা পুজোর ভাসান দিদি বন্ধ বন্ধ করেছিল। কোর্টে যেতে হয়েছে। জেনে রাখুন বিজেপির আমললে বাংলায় কোনও পুজোয় কোনও বাধা তাকবে না।'
'নমঃশ্রুদ, মতুয়ারা নাগরিকত্ব পাননি। এটা তৃণমূলের লজ্জা। বিজেপি এলে সিসিএ-র মাধ্যমে শরণার্থীরা নাগরিকত্ব পাবেন।'
'দিদির দলের এক নেত্রী দলিত, তফশিলি জাতি-উপজাতির মানুষদের ভিখারি বলছেন। কিন্তু দিদি তার প্রতিবাদ করছেন না। কেন বিরোধিতা করছেন না?'
'শীতলকুচির মৃতদের নিয়ে রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রথম পাঁচ দফায় কিছু করতে পারেনি তৃণমূলের গুণ্ডারা। তাই হতাশায় ভুগছেন দিদি।'
'প্রার্থনা করছি, ২ মের আগে দিদির পা যেন ঠিক হয়ে যায়। যাতে উনি পায়ে হেঁটে রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিতে যেতে পারেন।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন