Advertisment

বিজেপি হারছে, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট বললেন রাহুল

"আমি ওঁকে বলেছিলাম আসুন, চাকরি, দুর্নীতি নিয়ে বিতর্ক করি। আমায় মাত্র ১০ মিনিট সময় দিন। যে কোনও জায়গায় বিতর্ক হতে পারে শুধু অনিল আম্বানির বাড়ি ছাড়া।"

author-image
IE Bangla Web Desk
New Update
Congress President Rahul Gandhi

ফাইল ছবি

এবারের লোকসভা ভোটে হারছে বিজেপি। নির্বাচন যখন অর্ধপথে, সে সময়েই এ দাবি করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার তিনি এ দাবি যেমন করেছেন, তেমনই অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট।

Advertisment

কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন কংগ্রেসের এক আভ্যন্তরীণ সার্ভে অনুযায়ী এবারের লোকসভা ভোটে বিজেপি পরাজিত হচ্ছে। তাঁর অভিযোগ, "মোদী সরকার ভারতের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। প্রধানমন্ত্রী কৃষকদের রোজগারের ব্যাপারে একটি শব্দও ব্যয় করেননি বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, এখনকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কর্মহীনতা এবং মোদীজির ধ্বংস করা অর্থনীতি। দেশ এখন মোদীজিকে জিজ্ঞাসা করছেন তিনি যে দু কোটি চাকরির কথা ঘোষণা করেছে, সেগুলো কোথায় গেল।"

জৈশ এ মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করার ব্যাপারে মোদী যেভাবে কৃতিত্ব নিচ্ছেন, সে নিয়েও এক হাত নিয়েছেন রাহুল। তিনি বলেন, "মাসুদকে কারা পাকিস্তান পাঠিয়েছে, সে সম্পর্কিত তথ্য পারলে মোদী এ দেশের নাগরিকদের জানিয়ে দিন।" রাহুলের দাবি, সন্ত্রাসবাদ নিয়ে বিজেপি আপস করেছে, কংগ্রেস কঠোরভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করেছে।

মোদী যেভাবে কংগ্রেসকে ভিডিও গেম নিয়ে আক্রমণ করেছেন, তার উত্তর দিয়েছেন রাহুল। শনিবার তিনি বলেন, ভারতীয় সেনা মোদীর ব্যক্তিগত সম্পত্তি নয়। তিনি বলেন, "নরেন্দ্র মোদীজি যে ভাবে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে নিজের সম্পত্তি ভাবেন, তা ঠিক নয়। উনি যখন ইউপিএ আমলে হওয়া সার্জিক্যাল স্ট্রাইককে ভিডিও গেমের সঙ্গে তুলনা করলেন, তখন কংগ্রেসকে নয়, আসলে মোদী অপমান করলেন দেশের সেনাবাহিনীকেই।"

তাঁর প্রাক্তন ব্যবসার অংশীদার ইউপিএ আমলে প্রতিরক্ষা ক্ষেত্রে অফসেট চুক্তি পেয়েছিলেন বলে বিজেপি সভাপতি অমিত শাহ যে অভিযোগ এনেছেন, তা উড়িয়ে দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, "দয়া করে যে কোনও ধরনের তদন্ত করুন, আমি প্রস্তুত। আমি জানি যে আমি কোনও অন্যায় করিনি, কিন্তু তবু দয়া করে তদন্ত করুন।"

ন্যায় প্রকল্পের প্রশংসা করে রাহুল বলেন এটি অত্যন্ত শক্তিশালী এবং অসাধারণ প্রকল্প। তিনি বলেন, "কংগ্রেস নরেন্দ্র মোদীকে শেষ করে দিয়েছে। এখন তাঁর যে কাঠামো, সেটা ফাঁপা, আর অল্প কদিনের মধ্যেই সেটা ধসে পড়বে।"

কংগ্রেস জিতলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সে নিয়ে জিজ্ঞাসা করা হলে রাহুল বলেন, "দেশের মানুষ সিদ্ধান্ত নেবেন পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, এ সিদ্ধান্ত নেওয়া আমার কাজ নয়। যুবসমাজ থেকে শুরু করে কৃষক, এমনকি অর্থনীতিও এ পথের শেষের দিকে তাকিয়ে রয়েছে। দেশের সমস্ত মানুষকে আমরা দিশা দেখাতে চাই।"

কংগ্রেস সভাপতি এদিনও প্রধানমন্ত্রী মোদীকে চ্যালেঞ্জ করে তাঁকে বিতর্কে যোগ দেওয়ার আহ্বান জানান। "আমি ওঁকে বলেছিলাম আসুন, চাকরি, দুর্নীতি নিয়ে বিতর্ক করি। আমায় মাত্র ১০ মিনিট সময় দিন। যে কোনও জায়গায় বিতর্ক হতে পারে শুধু অনিল আম্বানির বাড়ি ছাড়া।"

কংগ্রেসের অভিযোগ অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ডিফেন্স রাফাল চুক্তিতে অন্য়ায় সুবিধা পেয়েছে।

Read the Story in English

rahul gandhi General Election 2019 election commission
Advertisment