Advertisment

১২৫ ছাড়াবে না বিজেপি, ভবিষ্যদ্বাণী মমতার

“অনেক প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী আসবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আসবেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা আসছেন। আমরা ওঁদের জন্য অপেক্ষা করছি।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সমাবেশের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন মমতা, সঙ্গে অভিষেক (ছবি- পার্থ পাল)

১৯শের ব্রিগেড সমাবেশ বিজেপি-র কফিনের শেষ পেরেক বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন এবারের ভোটে আঞ্চলিক দলগুলিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন লোকসভায় এবারের ভোটে বিজেপি-র আসনসংখ্যা কমে ১২৫-এ দাঁড়াবে।

Advertisment

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ফেডারেল দলগুলি, অর্থাৎ আঞ্চলিক দলগুলি এবারের ভোটে নির্ণায়ক ভূমিকা নেবে।“ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই সমাবেশ বিজেপির শেষ পেরেক... আমি নিশ্চিত বিজেপি এবার ১২৫ পেরোবে না।“

সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, “সমস্ত রাজনৈতিক দলেরই একটা দৃষ্টিভঙ্গি রয়েছে... এই সমাবেশ হবে মানুষের মহাজোট।“

ব্রিগেডে সমাবেশের প্রস্তুতি দেখতে এদিন সেখানে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অনেক প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রী আসবেন, প্রাক্তন প্রধানমন্ত্রী আসবেন, গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা আসছেন। আমরা ওঁদের জন্য অপেক্ষা করছি।  আমি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছি।“

তৃণমূলের কর্মসূচিতে থাকার কথা রয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়্গে এবং অভিষেক মনু সাংভি-র। থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী, অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক ও ওমর আবদুল্লা, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে-র এম কে স্টালিন। থাকছেন বিজেপি-র বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহাও।

বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী এ সমাবেশে যে হাজির থাকছেন না, তা নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, বিএসপি-র সিনিয়র নেতা সতীশ চন্দ্র সিনহা সভায় উপস্থিত থাকবেন। ”এটাই আমাদের পক্ষে খুবই বড় ব্যাপার”, বলেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

Mamata Banerjee lok sabha 2019 bjp
Advertisment