/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/hans-raj.jpg)
গায়ক হংসরাজ
আম আদমি পার্টি দাবি করেছে হংসরাজ ইসলাম ধর্ম নিয়েছেন, এবং সংরক্ষিত আসন থেকে প্রার্থী হতে পারবেন না। এই প্রসঙ্গে কী বলবেন?
উনি (অরবিন্দ কেজরিওয়াল) ভুয়ো খবর ছড়াতে ওস্তাদ। গণমাধ্যম গুলোও সেই খবর যাচাই না করে ছাপিয়ে দিল। সেটা খুব দুর্ভাগ্যজনক। আমি যদি ইসলামে ধর্মান্তরিত হতাম, নির্দিষ্ট কিছু প্রক্রিয়া থাকত। শুধু দরগা গেলেই কেউ মুসলমান হয়ে যায় না। সমগ্র বাল্মীকি সম্প্রদায়কে অসম্মান করছেন কেজরিওয়াল। মিথ্যে বলে পরে ক্ষমা চেয়ে নেওয়াই ওনার অভ্যেস। উনি হেরে যাবেন জানেন, তাই আমায় নিয়ে যাতে মানুষের মনে দ্বন্দ্ব ছড়ায়, দলের কর্মীদের নিয়ে সেই চেষ্টা করছেন।
এই অভিযোগের পেছনে সাম্প্রদায়িক কারণ আছে বলে মনে করেন?
অবশ্যই। আবার ওঁরাই বিজেপিকে সাম্প্রদায়িক বলে। অন্যের ধর্ম জেনে আপনার কী হবে? তার চেয়ে একজন মানুষের চরিত্র নিয়ে কথা বলতে পারেন। কিন্তু আপ সদস্যরা মরিয়া হয়ে উঠেছেন।
আপ সম্প্রতি একটি ভিডিও ছড়াচ্ছে।
ভিডিও তে দেখবেন আমি সুফি পীর তাহির-উল-কাদরির প্রশংসা করছি। ওনার জন্মদিনে উনি আমায় একটি ভিডিও ক্লিপ পাঠানোর অনুরোধ করেছিলেন। একজন মুসলমানের প্রশংসা করলে আমাকেও মুসলমান হতে হবে? তাহলে আজ যদি একজন মুসলমান হিন্দুর প্রশংসা করেন, তিনিও তাহলে হিন্দু হয়ে যাবেন।
আপনি আইনি পদক্ষেপ নেবেন?
হ্যাঁ। কাগজ পত্তর তৈরিই আছে। আমি শুধু ওনাকে ক্ষমা চাওয়ার সময় দিচ্ছি।
আপ আপনাকে 'বহিরাগত' তকমা দিয়েছে। সেই তকমা মুছতে অসুবিধে হচ্ছে?
রোহিণীতে আমার নিজের বাড়ি রয়েছে। দিল্লিতে আমি নিয়মিত পারফর্ম করি। ইতালি থেকে তো আসিনি। দিল্লির মুখ্যমন্ত্রী নিজে তো হরিয়ানার। তাহলে হরিয়ানাতে থেকে অখান থেকে নির্বাচন লড়েন না কেন তিনি? যাইহোক আমি দেহাতি এবং সে কারণেই উত্তর পশ্চিম দিল্লির গ্রামবাসীদের সঙ্গে আমার ভাল সম্পর্ক তৈরি হয়েছে।
আপনার পছন্দের আসন বাছাইয়ের সুযোগ বিজেপি আপনাকে দিয়েছিল?
বিজেপির সঙ্গে আমার দু'বছরের সম্পর্ক। এটা এমন একটা দল, যেখানে স্বার্থহীন ভাবে কাজ করতে হয় এবং দল আমাকে যা দায়িত্ব দেবে, তাই মাথা পেতে নিতে হবে।
আপনার প্রচারের কেন্দ্রে কী রয়েছে?
প্রচারের মধ্যমণি আমাদের নায়ক নরেন্দ্র মোদী। আমি নিজে সবচেয়ে বেশি যেটা নিয়ে কথা বলি, তা হল জাতীয় নিরাপত্তা। দেশ বাঁচলে তবেই আমরা বাঁচব। আজ যেভাবে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হল, তা আমাদের জন্য বড় সাফল্য। পাকিস্তানকে যে ভাবে জবাব দেওয়া গেল, মোদীর জায়গায় অন্য কেউ থাকলেই তা হত না।
তারকারা কী আপনার জন্য প্রচার করবেন?
দলের সভাপতি অমিত শাহ আমার হয়ে প্রচার করবেন। দলের মেহেন্দি, গায়ক মিকা সিং এবং স্বপ্না চৌধুরীও থাকছেন।