বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে বিহার বিধানসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপির বিজয় কুমার সিনহা। মহাজোটের প্রার্থী আরজেডি বিধায়ক অবধবিহারী চৌধুরিকে সংখ্যাগরিষ্ঠতায় পিছনে ফেলে স্পিকার পদে বসলেন বিজেপি বিধায়ক। এদিন স্পিকার নির্বাচনে ধ্বনি ভোটের বিরোধিতা করেন বৃহত্তম দল আরজেডির বিধায়করা। তাঁদের দাবি ছিল, বিধান পরিষদের সদস্যদের উপস্থিতিতে ভোট করানো হোক। কিন্তু সে দাবি মানা হয়নি।
বুধবার বিহার বিধানসভার প্রোটেম স্পিকার জিতন রাম মানঝিকে রুলবুক দেখিয়ে আরজেডি দলনেতা তেজস্বী যাদব বলেন, স্পিকার নির্বাচনের সময় নিয়ম মানা উচিত। কিন্তু মানঝি জানিয়ে দেন, "গোপন ভোট হবে না বিধানসভায়। তাঁর কথায়, এই বিধানসভা কক্ষে রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী থাকাকালীন লোকসভার সাংসদ লালুপ্রসাদ যাদবকে উপস্থিত থাকতে দেখেছি আমরা সবাই। তাই এখানে কোনও গোপন ভোটিং হবে না।" মানঝির দাবি, "বিধানসভার বাইরের কেউ যখন ভোটিং করছে না তাহলে বাকিদের উপস্থিতিতে কোনও সমস্যা নেই স্পিকার নির্বাচনে।"
আরও পড়ুন প্রয়াত রামবিলাস পাসওয়ানের জায়গায় রাজ্যসভায় প্রার্থী দিতে পারে বিজেপি
বিহার বিধানসভার ইতিহাসে প্রথমবার বিজেপি বিধায়ক স্পিকারের পদে বসলেন। ২০০৫ সালের নির্বাচনের পর থেকে বরাবরই সংযুক্ত জনতা দলের বিধায়কই স্পিকারের পদে বসেছেন। জেডিইউ বিধায়ক উদয় নারায়ণ চৌধুরি দুবার স্পিকার হন। বিজয় কুমার চৌধুরি গত পাঁচ বছর স্পিকার ছিলেন। বিজেপির প্রবীণ দুই নেতা নন্দকিশোর যাদব এবং প্রেম কুমারের নাম ভেসে এলেও লখিসরাইয়ের চারবারের বিধায়ক তথা উচ্চবর্ণের ভূমিহার ব্রাহ্মণ বিজয় সিনহাকে স্পিকার পদে বসিয়ে চমক দিয়েছে বিজেপি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন