রাঙা মাটির বীরভূমে আরও একবার নির্বাচনী অশান্তির ছবি। তৃণমূল-বিজেপি সংঘর্ষে বৃহস্পতিবার দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বোলপুরের ধরমপুর, ইলামবাজার। বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই ‘গো ব্যাক’ স্লোগান, তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। কয়েকজনের মাথা ফেটে গিয়েছে। পাল্টা তৃণমূলের দাবি, বোলপুরের বিজেপি প্রার্থী অশান্তিতে প্ররোচনা দিয়েছে বলেই এই পরিণতি।
বুথ পরিদর্শনের সময় জায়গায় জায়গায় বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে। ইলামবাজারে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ওঠে। ভীত-সন্ত্রস্ত ভোটারদের বুথে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ধরমপুরে তাঁকে দেখেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওঠে ‘গো ব্যাক স্লোগান। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় বচসা, যা ক্রমেই হাতাহাতি থেকে সংঘর্ষের রূপ নেয়। এই অবস্থায় পুলিশের উপস্থিতিতেই একদল মারমুখী বিক্ষোভকারী অনির্বাণবাবুর গাড়িতে হামলা চালান বলে অভিযোগ। লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয় বিজেপি প্রার্থীর গাড়ির কাচ। পাথর ছোড়াছুড়ি হয়। বাঁশ নিয়ে তাড়া করা হয় অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। সবমিলিয়ে রণক্ষেত্রর চেহারা নেয় বোলপুর। আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। দেখা যায়, পুলিশ পৌঁছানোর পরেও তাঁদের সামনেও বাঁশ ছোড়া, ইটবৃষ্টিও হয়।
বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দাবি, পুলিশের সামনেই তৃণমূল দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তাঁর কথায়, 'হার বুঝতে পেরে হামলা চালিয়েছে তৃণমূল। এর নেপথ্যে রয়েছে পিসি-ভাইপোর গুণ্ডারা। তবে বিদায় ঘন্টা বেজে গিয়েছে। এবার সোনার বাংলা গড়বে বিজেপি।'
পাল্টা তৃণমূল জানিয়েছে, বিজেপি প্রার্থীই অশান্তিতে প্ররোচনা দিয়েছেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন। পরে পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন