ভোটের দিন সকালে খাস কলকাতায় দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহাজাতি সদনের কাছে দুটি বোমা ছোড়া হয়। তবে রাস্তা ফাঁকা থাকায় কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। অন্যদিকে, বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে রবীন্দ্র সরণিতে বোমাবাজির অভিযোগ উঠেছে। দু'জনকে আটক করেছে পুলিশ।
এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ সেন্ট্রাল অ্যাভিনিউয়ে মহাজাতি সদনের কাছে রাস্তার পাশে বোমাবাজি হয়।রাস্তায় বোমার দাগ পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাড়িতে করে এসে বোমা ছোড়া হয়েছে। দুটি বোমা পড়েছে। তবে কে বা কারা বোমা ছুড়েছে, তা স্পষ্ট নয়। এলাকায় আপাতত প্রচুর পুলিশকর্মী মোতায়েন আছেন। স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন।
জোড়াসাঁকোর বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের দাবি, যেখানে বোমাবাজি হয়েছে, কিছুক্ষণ পরই সেখানে আসার কথা ছিল তাঁর। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই বোমাবাজি করা হয়েছে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জোড়াসাঁকোর তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তর অভিযোগ, সংখ্যালঘু এলাকায় ভোটারদের ভয় দেখাতেই বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুড়েছে।
এর কয়েক ঘন্টার মধ্যেই জোড়াসাঁকো বিধানসভারই রবীন্দ্রসরণীতে ফের বোমাবাজির ঘটনা ঘটেছে। বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশের। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবিবোমা পড়ার সময় সেখানে ছিলেন না বিজেপি প্রার্থী। বরং মিনিট ২৫ পর এসে দাবি করেন, তাঁর গাড়িতে বোমা পড়েছে। ফলে এলাকায় কিছুটা উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন