Advertisment

Loksabha Elections 2024 : প্রথমে কংগ্রেস প্রার্থী, পরে মোদী সরকারের প্রবল সমালোচক, শেষে সেই বক্সারই এবার বিজেপিতে!  

মাত্র ২৪ ঘন্টা আগেই রাহুলের বেকারত্ব নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে একটি পোস্ট শেয়ারও করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Vijender Singh joins Bjp

বক্সার বিজেন্দর সিং হরিয়ানার জাঠ সম্প্রদায়ের একটি বড় মুখ।

বক্সিংয়ের মাধ্যমে রাজনীতির জগতে প্রবেশ করেছিলেন। এবার কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বক্সার বিজেন্দর সিং। বুধবারই তিনি বিজেপিতে যোগ দেন। বিজেন্দর সিং নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে দলের সদস্যপদ গ্রহণ করেন। বিজেন্দর সিং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু সেই নির্বাচনে তাকে পরাজয়ের মুখে পড়তে হয়। দক্ষিণ দিল্লি থেকে তাঁকে প্রার্থী করেছিল কংগ্রেস। ২০১৯ সালেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছিলেন।

Advertisment

আন্তর্জাতিক বক্সার বিজেন্দর সিং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এখন বিজেন্দর সিংয়ের মাধ্যমে বিজেপি হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের জাট সম্প্রদায়কে সমর্থন করতে পারে।

২৪-এর লোকসভা নির্বাচনের আগে ফের ভাঙন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আন্তর্জাতিক বক্সার বিজেন্দ্র সিং। বিজেন্দর সিং বিজেপি সদর দফতরে পৌঁছে দলের সদস্যপদ গ্রহণ করেন। এর আগে জল্পনা ছিল মথুরা থেকে বিজেন্দরকে বিজেপি প্রার্থী হেমা মালিনীর বিরুদ্ধে প্রার্থী করতে পারে কংগ্রেস।

২০১৯-এর লোকসভা নির্বাচনে তাকে দক্ষিণ দিল্লি আসন থেকে কংগ্রেস প্রার্থী করা হয়েছিল। সেই নির্বাচনে বিজেপির রমেশ বিধুরীর কাছে হেরে যান তিনি। বিজেপিতে যোগদানের পরে, বিজেন্দর সিং বলেন, ' ২০১৯ সালে, আমি কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তবে আমি দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য কাজ করতে চাই। আমি বিজেপিতে যোগ দিয়েছি মানুষের জন্য কাজ করার লক্ষ্যে'। পাশাপাশি তিনি বলেন, বিজেপিতে যোগ দিয়ে তিনি ক্রিড়াখেত্রের কল্যাণে কাজ করতে চান।

উল্লেখ্য, বিজেন্দর সিং প্রায়ই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতেন। কৃষক আন্দোলনকেও সমর্থনও করেছিলেন তিনি। এই সময় তিনি বিজেপিকে তীব্র কটাক্ষ করতেও ছাড়েন নি। কিছুদিন আগেও তাঁর আম আদমি পার্টিতে যোগ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। এর আগে, বিজেন্দর সিং কংগ্রেসের টিকিটে ২৪-এর লোকসভা ভোটে হরিয়ানার ভিওয়ানি থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছিলেন।

বক্সার বিজেন্দর সিং হরিয়ানার জাঠ সম্প্রদায়ের একটি বড় মুখ। এমন পরিস্থিতিতে বিজেপি হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের জন্য তাঁকে সামনে রেখে জাঠ ভোট টানার চেষ্টা করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বিজেন্দর সিং সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি পোস্ট শেয়ার করেছিলেন, যার মাধ্যমে তিনি বিজেপিকে নিশানা করেছিলেন। আসলে, একটি ভিডিওর মাধ্যমে রাহুল গান্ধী বিজেপি সরকারের সামনে দেশের বেকারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাহুলের সেই প্রশ্নকে সমর্থন করে, বিজেন্দ্র সিংও এই পোস্টটি শেয়ার করেছেন। পরের দিনই বিজেন্দ্র সিং বিজেপিতে যোগ দেন।

লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছেন বিজেন্দর সিং। এমন পরিস্থিতিতে দল তাকে কোথা থেকে তাকে প্রার্থী করবে এখন সেটাই দেখার।

bjp modi loksabha election 2024
Advertisment