New Update
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বুধবার রাজ্যের চার জায়গায় সভা করেন। এদিন তিনি জনসভা করেছেন কল্যাণী ও হাওড়াতেও। এই দুই জনসভায় কী বললেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি? রইল কিছু 'হাই লাইটস':
Advertisment
- ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন শ্রী নরেন্দ্র মোদী। একদিনও ছুটি নেন নি। গ্রামে গ্রামে বিদ্যুৎ, গরিবদের উন্নয়ন, মা বোনেদের গ্যাস, মাথার উপর পাকা ছাদ দেবার কাজ করেছেন মোদীজি। তাই, আজ সারা দেশ মোদীজিকে আশীর্বাদ করছে।
- বাংলায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রাখা সরকারকে আপনারা ভোট দেবেন? এদেরকে উচিত জবাব দেওয়ার সময় এসে গেছে
- বাংলায় গুন্ডারাজকে ছাড়পত্র দিয়েছে টিএমসি সরকার। বাংলায় দূর্গা পূজা, সরস্বতী পূজা, রাম নবমী করতে বাধা দেওয়া হচ্ছে। এই সরকারকে কি চলতে দেওয়া উচিত? বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন, আপনাদের কোনোরকম অসুবিধা হতে দেওয়া হবে না
- পাকিস্তানকে ইঁটের জবাব পাথর দিয়ে দিয়েছে মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। আর মমতা দিদি ওমর আব্দুল্লার সাথে হাত মিলিয়েছেন। ভারতবর্ষের কি দুজন প্রধানমন্ত্রী থাকা উচিত? ভোটের মাধ্যমে মমতা দিদিকে বুঝিয়ে দিন, বিজেপিকে ভোট দিন
- বামফ্রন্ট নয়, কংগ্রেস নয়, মমতা ব্যানার্জীর বিরুদ্ধে একমাত্র লড়তে পারে ভারতীয় জনতা পার্টি। বিজেপি প্রার্থীদের পদ্ম চিহ্নে ভোট দিয়ে বিজয়ী করে আবার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার নিয়ে আসুন
- এই লোকসভা নির্বাচন বাংলার জন্য গুরুত্বপূর্ণ। বাংলায় গণতন্ত্র থাকবে কিনা ঠিক করে দেবে এই নির্বাচন
- সারা দেশে মোদীর নামে স্লোগান চলছে, দেশবাসী আশীর্বাদ করছেন। দেশের সুরক্ষার জন্য মোদীজিকে প্রয়োজন
- দেশের গরিব মানুষদের জীবন বদলে দিয়েছেন নরেন্দ্র মোদী। আর বাংলায় গণতন্ত্র ধ্বংস করেছেন মমতা দিদি
- মমতার মা মাটি মানুষ স্লোগান কোথায় গেল? বাংলার চারিদিকে বোমা-বারুদের শিল্প। এই বাংলাকে আপনারা চান? বাংলাকে একমাত্র পরিবর্তন করতে পারেন মোদী
- বিজেপির কাছে ভোট ব্যাঙ্ক গুরুত্বপূর্ণ নয়, দেশের সুরক্ষা গুরুত্বপূর্ণ। বাংলায় শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা হবে। মতুয়াদেরও নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে
- কতদিন বিজেপিকে আটকে রাখবেন মমতা ব্যানার্জী? ২৩ মে ভোটের ফল বেরোবার পর দিদির জমানা শেষ হয়ে যাবে
- চিটফান্ড কেলেঙ্কারি বাংলার মানুষের অনেক ক্ষতি করে দিয়েছে। আমাদের ক্ষমতায় আসার সুযোগ করে দিন, তারপর কাউকে ছাড়া হবে না। সিন্ডিকেটের রাজ্য হয়ে গেছে বাংলা, কোথায় যায় সেই টাকা? বাংলাকে পরিবর্তন করতে বিজেপিকে ভোট দিন
- বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনতে, অনুপ্রবেশকারীদের বাংলা ছাড়া করতে, বাংলাকে রক্ষা করতে, মা বোনেদের সম্মান রক্ষা করতে - আমি আপনাদের কাছে অনুরোধ করবো বিজেপিকে ভোট দিন। মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে আশীর্বাদ করুন