/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/b-s-yeddyurappa-759.jpg)
বি এস ইয়েদুরাপ্পা। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
General Election 2019: লোকসভার লড়াইয়ের আগেই আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিএস ইয়েদুরাপ্পার গলায়। ২২টি আসন জিততে পারলে ২৪ ঘণ্টার মধ্যে সরকার গড়ব, এ কথাই বলেছেন কর্নাটকের বিজেপি প্রধান। সংবাদসংস্থা এএনআইকে ইয়েদুরাপ্পা বলেছেন, ‘‘আসন্ন লোকসভা নির্বাচনে যদি কর্নাটকের মানুষ আমাদের ২২টি আসন দেন, তবে ২৪ ঘণ্টার মধ্যে আমরা কর্নাটকে সরকার গড়ব।’’ উল্লেখ্য, কর্নাটকে ভোটের লড়াই আগামী ১৮ এপ্রিল।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
আরও পড়ুন, Lok Sabha Election 2019: এয়ার স্ট্রাইকে মোদী ঢেউ, উনিশে বিজেপিরই পালে হাওয়া: ইয়েদুরাপ্পা
BS Yeddyurappa, BJP: If the people of Karnataka give us 22 seats in the upcoming Lok Sabha elections, we will form the government in Karnataka within 24 hours. (10.03.2019) pic.twitter.com/xkWUAWaMAc
— ANI (@ANI) March 13, 2019
লোকসভা ভোটের আগে চাঞ্চল্যকর মন্তব্য করে আগেও শোরগোল ফেলে দিয়েছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে ইয়েদুরাপ্পা বলেছিলেন, বালাকোটের এয়ার স্ট্রাইকের জেরে কর্নাটকে ২২টি আসনে বিজেপির জেতা সহজ হয়ে যাবে। বিজেপি নেতা বলেছিলনে, ‘‘আবহাওয়া যে রকম…তাতে দিন দিন বিজেপির পালে হাওয়া লাগছে। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ায় দেশে মোদী ঢেউ উঠেছে। এর প্রভাব পড়বে লোকসভা ভোটে।’’ এরপরই ইয়েদুরাপ্পার মন্তব্য, ‘‘এই পদক্ষেপের ফলে দেশের তরুণরা উজ্জীবীত হয়েছেন। এতে কর্নাটকে ২২টি আসনে জিততে আমদের সুবিধাই হবে।’’
উল্লেখ্য, কর্নাটকে এই মুহূর্তে ১৬টি আসন রয়েছে বিজেপির হাতে। কংগ্রেসের হাতে রয়েছে ১০টি ও জেডিএসের হাতে রয়েছে ২টি আসন। এবারের লোকসভা ভোটে একসঙ্গে লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস-জেডিএস।
Read the full story in English