Advertisment

মোদীর বিরুদ্ধে মনোনয়ন বাতিল: সুপ্রিম কোর্টের দ্বারস্থ তেজবাহাদুর যাদব

আইনজীবী প্রশান্ত ভূষণ সম্ভবত তেজবাহাদুরের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন। এ বিষয়টি নিয়ে যাতে শীর্ষ আদালতে দ্রুত শুনানি হয় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। 

author-image
IE Bangla Web Desk
New Update
Tejbahadur candidate against modi at varanasi

সেনাবাহিনীর পোশাকে খাবার নিয়ে অভিযোগ তোলা তাঁর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল

লোকসভা ভোটে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী পদ খারিজ হওয়র সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলেন প্রাক্তন বিএসএফ কনস্টেবল তেজবাহাদুর যাদব। সংবাদসংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। উত্তর প্রদেশে মোদীর বিরুদ্ধে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং রাষ্ট্রীয় লোক দলকে নিয়ে তৈরি জোটের প্রার্থী তেজবাহাদুর। তাঁর মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার। ১৯ মে শেষ দফায় বারাণসীতে ভোটগ্রহণ।

Advertisment

আইনজীবী প্রশান্ত ভূষণ সম্ভবত তেজবাহাদুরের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন। এ বিষয়টি নিয়ে যাতে শীর্ষ আদালতে দ্রুত শুনানি হয় তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

মনোনয়ন পত্রে অসংগতির জন্য তেজবাহাদুর যাদবের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে। বারাণসীর সহকারী রিটার্নিং অফিসার রাজেশ কুমার বলেছেন, তেজবাহাদুর যাদব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি নেননি। যদি কোনও সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয় বা কাজ থেকে সরিয়ে দেওয়া হয়, সে ক্ষেত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতির প্রয়োজন হয়।

তেজবাহাদুর যাদবকে বুধবারের মধ্য়ে এ ব্যাপারে জবাব দিতে বলেছে নির্বাচন কমিশন।

বিএসএফ-এর প্রাক্তন কর্মী তেজবাহাদুর যাদব ২০১৭ সালে খাবারের অভিযোগ তুলে একটি ভিডিও সোশাল মিডিয়ায় প্রকাশ করেন। ওই সোশাল মিডিয়া পোস্টের জন্য পরে তাঁর চাকরি যায়। তার আগে ওই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল।

General Election 2019 election commission PM Narendra Modi
Advertisment