By Election Result 2024: বিধানসভা উপনির্বাচনে ভ্যানিশ বিজেপি! দাপট দেখালো ইন্ডিয়া জোট। জলন্ধর পশ্চিম বিধানসভা আসনে ১৩ রাউন্ড গণনা শেষে আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত ৩৭ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। পাশাপাশি উত্তরাখণ্ডে বদ্রীনাথ ও মঙ্গলৌর উভয় আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। বাংলার দুরন্ত ব্যাটিং টিএমসির। পশ্চিমবঙ্গে বিধানসভা উপনির্বাচনের সর্বশেষ যা ফলাফল তাতে দেখা যাচ্ছে চারটি আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। রায়গঞ্জের টিএমসি প্রার্থী কৃষ্ণ কল্যাণী সপ্তম রাউণ্ডের শেষে ৪১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন- < By-Election Result: বাংলার পর এই রাজ্যেও ব্যাকফুটে বিজেপি! চরম সংকটে গেরুয়া শিবির >
১০ জুলাই শেষ হওয়া সাতটি রাজ্য জুড়ে ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়। বিধায়কদের মৃত্যু বা পদত্যাগের কারণে শূন্যপদ তৈরি হওয়ার কারণে উপনির্বাচনের প্রয়োজন দেখা দেয়। আসনগুলির মধ্যে রয়েছে বিহারের রূপাউলি; পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা; তামিলনাড়ুর বিক্রভান্দি; মধ্যপ্রদেশের অমরওয়ারা; উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর; পাঞ্জাবের জলন্ধর পশ্চিম; এবং হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়।বাংলায় বিরোধী দল বিজেপি বিজেপি, চারটি আসনেই তৃণমূলের বিরুদ্ধে হিংসতা, ভীতিপ্রদর্শন এবং ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে প্রায় শ'খানের অভিযোগ কমিশনের কাছে দায়ের করেছে।