Advertisment

Modi On CAA: ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশে দাঙ্গা সৃষ্টির চেষ্টা, সিএএ নিয়ে ভরা সভায় বিরোধীদের মারাত্মক নিশানা মোদীর

সিএএ নিয়ে মিথ্যা ছড়িয়েছে বিরোধী দলগিলি এবং দেশকে দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, মারাত্মক অভিযোগ মোদীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024 Narendra Modi Kolkata Road Show

Narendra Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা ভোটের মাঝে বিজেপির মাস্টারস্ট্রোক! CAA-র অধীনে ১৪ জনের হাতে গতকালই শংসাপত্র তুলে দিয়েছে কেন্দ্র। আর তার মাত্র কয়েকঘন্টার মধ্যেই উত্তর প্রদেশে এক নির্বাচনী সমাবেশ থেকে হুঙ্কার ছুঁড়ে মোদী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, 'পূর্ণ শক্তি প্রয়োগ করেও CAA-বাতিল সম্ভব নয়। এটাই মোদীর গ্যারান্টি'।

Advertisment

প্রধানমন্ত্রী বলেন, মোদীর গ্যারান্টি সর্বশেষ উদাহরণ হল সিএএ আইন। গতকাল থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে। কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, 'হাজার হাজার পরিবার নির্যাতনের হাত থেকে বাঁচতে, পরিবারের মহিলকাদের সম্মান বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিল, কিন্তু কংগ্রেস তাদের প্রতি উদাসীনতা দেখিয়েছে। কারণ তারা কংগ্রেসের ভোটব্যাঙ্ক নয়'। বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আপনারা ৭ দশক ধরে সাম্প্রদায়িকতার আগুনে দেশকে সংগ্রাম করতে বাধ্য করেছেন'।

প্রধানমন্ত্রী বলেন, 'মোদী কাশ্মীরে শান্তির গ্যারান্টি দিয়েছেন। ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। আগে যখনই কাশ্মীরে নির্বাচন হয়, কাশ্মীরের মানুষ হরতাল, সন্ত্রাসবাদী হুমকি সব কিছুর সাক্ষী থাকত। কিন্তু এবার শ্রীনগরে আগের একাধিক নির্বাচনের রেকর্ড ভাঙতে সক্ষম হয়েছে'। বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের সমাবেশ থেকে বলেছেন, "তারা ধর্মনিরপেক্ষতার আড়ালে হিন্দু-মুসলমানদের লড়াইয়ে বাধ্য করেছে। মোদী সেই সত্যকে প্রকাশ করেছেন।"

উত্তরপ্রদেশের লালগঞ্জে তার সমাবেশে মোদী যোগ করেছেন, "এসপি, কংগ্রেস সিএএ নিয়ে মিথ্যা ছড়িয়েছে এবং দেশকে দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে।" CAA-র প্রশংসা করে তিনি বলেন, “মোদীর গ্যারান্টি মানে কি তার সর্বশেষ উদাহরণ হল CAA আইন। গতকালই সিএএ আইনে শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়েছে'। এসপি, কংগ্রেস সিএএ নিয়ে মিথ্যা ছড়িয়েছে এবং দেশকে দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশে নির্বাচনী সমাবেশ থেকে তাঁর ভাষণে বলেন, "এই প্রথম দেখছি যে ভারতের গণতন্ত্র উদযাপনের খবর সারা বিশ্বের সংবাদপত্রের প্রথম পাতায় স্থান পাচ্ছে। জনগণের আশীর্বাদ বিজেপি-এনডিএ-র উপর রয়েছে"।

modi caa loksabha election 2024
Advertisment