ওড়িশায় এবার সরকার গড়তে চলেছে বিজেপি। নির্বাচনী সমাবেশ থেকে আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই ওড়িশায় এবার বিধানসভা নির্বাচন একযোগে অনুষ্ঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বলেছেন বিজু জনতা দল (বিজেডি) সরকারের "মেয়াদ শেষ হওয়ার তারিখ" ৪ঠা জুন। পাশাপাশি মোদী এদিনের ভাষণে বলেন,"ডাবল ইঞ্জিন সরকার প্রথমবারের মতো ওড়িশায় আসবে,"।
নির্বাচনের তারিখ ঘোষণার পর ওড়িশায় এটাই মোদীর প্রথম জনসভা। ১৩ মে থেকে রাজ্যে চার দফায় ভোট। এদিন প্রধানমন্ত্রী, নিজেকে "ভগবান জগন্নাথের পুত্র" হিসাবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'বিজেপি এমন একজনকে মুখ্যমন্ত্রী হিসাবে মনোনীত করবে যিনি "ওড়িশার সংস্কৃতি বোঝেন এবং তাকে সম্মান করেন"।
“ওড়িশার পর্যাপ্ত জল, খনিজ সম্পদ এবং বিস্তীর্ণ উপকূলরেখা থাকা সত্ত্বেও মানুষের দারিদ্র চরমে। মোদী বলেন, প্রথমে কংগ্রেস তারপর বিজেডি রাজ্যকে শেষ করে দিচ্ছে। ছোট বিজেডি নেতারাও আজ বড় বাংলোর মালিক,” বলেও তোপ দাগেন মোদী।
ত্রিপুরার উদাহরণ টেনে তিনি বলেন, 'বিজেপি বামপন্থীকে ক্ষমতাচ্যুত করেছে। নতুন এবং তরুণ নেতাদের প্রার্থী করা সত্ত্বেও ক্ষমতায় এসেছে বিজেপি। তিনি বিজেপি কর্মীদের জয়ের দিকে মনোনিবেশ করার পাশাপাশি লোকেদের ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন।