Advertisment

Indore creates a NOTA record: নোটা'য় ২ লাখের বেশি ভোট, 'ভারতসেরার' রেকর্ড গড়ল ইন্দোর

কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এখনও পর্যন্ত ২ লক্ষ ১ হাজার ৩৩৮টি নোটায় ভোট পড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Nota

2014 সালের সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো NOTA বিকল্পটি চালু করা হয়েছিল এবং এর আগে সর্বোচ্চ 51,660 ভোট ছিল বিহারের গোপালগঞ্জে। (ফাইল)

NOTA record: ইন্দোর নির্বাচন সারা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এখানে NOTA সর্বাধিক দুই লক্ষ ভোট নিয়েছে এবং বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানিও দেশের সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস তৈরি করেছেন।

Advertisment

তিনটি সেরা রেকর্ড

১. বিজেপির শঙ্কর লালওয়ানি পেয়েছেন ১২ লাখ ২৬ হাজার ৭৫১ ভোট। বিজেপি যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি।

২. সাংসদ শঙ্কর লালওয়ানি দেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। জয়ের ব্যবধান ১০,০৮,০৭৭ ।

৩. প্রথমবারের মতো, NOTA দেশে ২,১৮,৬৭৪টি ভোট পেয়েছে। এখন পর্যন্ত দেশে রেকর্ড ছিল বিহারের গোপালগঞ্জ আসনে।

সারা দেশে লোকসভা নির্বাচনের সাত দফা শেষ হওয়ার পর আজ ভোট গণনা চলছে। এদিকে সবার নজর মধ্যপ্রদেশের ইন্দোর আসনের দিকে। আসলে, এখানে NOTA-য় এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে। এর মাধ্যমে ইন্দোরে 'নোটা' ভোটে বিহারের গোপালগঞ্জের অতীতের রেকর্ড ভেঙেছে। NOTA ২,১৮,৬৭৪টি ভোট পেয়েছে।

নোটায় রেকর্ড গড়ল মধ্যপ্রদেশের ইন্দোর। লোকসভা ভোটের ভোটগণনার মধ্যেই কমিশনের তথ্য অনুসারে মঙ্গলবার দুপুর পর্যন্ত নোটায় ২ লক্ষেরও বেশি ভোট পড়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার এখনও পর্যন্ত ২ লক্ষ ১ হাজার ৩৩৮টি নোটায় ভোট পড়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে ২০১৩ সালের সেপ্টেম্বরে নোটা চালু করা হয়।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ইন্দোরে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই বিজেপির বর্তমান সাংসদ শঙ্কর লালওয়ানি এবং নোটার মধ্যে। ১৩ মে ইন্দোরে ভোট হয়, যেখানে ২৫.২৭ লক্ষ ভোটারের মধ্যে ৬১.৭৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য ইন্দোরে কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বাম নির্বাচনের ঠিক আগে মনোনয়ন প্রত্যাহার করে নেন। যার জেরে ইন্দোরে ভোটে লড়তে পারেনি কংগ্রেস। কংগ্রেস জনগণকে নোটায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল।

দেশের মধ্যে সবচেয়ে বেশি নোটা আক্রান্তের রেকর্ড গড়েছে ইন্দোর। নোটা দুই লক্ষেরও বেশি ভোট পেয়েছে। বর্তমানে দেশের সর্বোচ্চ নোটার রেকর্ড বিহারের গোপালগঞ্জে রয়েছে। ২০১৯ সালের নির্বাচনে ৫১ হাজার ৬৬০টি নোটা ভোট পড়েছিল। এক্ষেত্রে এবার রেকর্ড গড়ল ইন্দোর।

NOTA loksabha election 2024
Advertisment