Advertisment

Mahua Moitra: ভোটের আগে ঝামেলা বাড়ল মহুয়ার, এবার প্রাক্তন তৃণমূল সাংসদের কলকাতার বাড়িতে হানা CBI-এর

গত বছর ডিসেম্বরে, লোকসভার এথিক্স কমিটি অনৈতিক আচরণের জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করে

author-image
IE Bangla Web Desk
New Update
Nishikant Dubey asked to provide oral evidence against Mahua Moitra before Parliamentary committee , মহুয়ার বিরুদ্ধে টাকা নিয়ে প্রশ্নের অভিযোগের স্বপক্ষে প্রামাণ দিতে নিশিকান্ত দুবেরে ২৬ অক্টোবর তলব করল সংসদীয় এথিক্স কমিটি

মহুয়া মৈত্র।

লোকসভা ভোটের আগেই চরম বিপাকে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। এদিন সকালেই মহুয়ার কলকাতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে কলকাতার যে ফ্ল্যাটে সিবিআই হানা দিয়েছে সেটি মহুয়া মৈত্র'র বাবা ডি এল মৈত্র-র।

Advertisment

প্রাক্তন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নগদের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে শুরু হয়েছে সিবিআই তদন্ত। মহুয়া মৈত্রের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এর পরে সিবিআই এই মামলার তদন্ত শুরু করে। লোকপালের নির্দেশে এই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখে সিবিআইকে ছয় মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে লোকপাল।

নগদের বিনিময়ে সংসদে প্রশ্ন কাণ্ডে এবার বিরাট বিপাকে টিএমসি নেত্রী তথা প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র। এদিন সকালে তাঁর কলকাতার বাড়িতে হানা দিয়েছে সিবিআই। এর পাশাপাশি অন্যান্য স্থানেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ২১ মার্চ বৃহস্পতিবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। লোকপালের নির্দেশেই মহুয়ার বিরুদ্ধে এই এফআইআর দায়ের করা হয়েছে।

প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র'র বিরুদ্ধে সংসদে নগদের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ আনেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এর পরে সিবিআই মামলার তদন্ত করে। সিবিআইকে ছয় মাসের মধ্যে লোকপালের কাছে রিপোর্ট জমা হবে।

গত বছর ডিসেম্বরে, লোকসভার এথিক্স কমিটি অনৈতিক আচরণের জন্য মহুয়া মৈত্রকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ রয়েছে। এর সঙ্গেই তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি তার সংসদীয় লগইন আইডি পাসওয়ার্ডও শেয়ার করেছেন। যদিও মহুয়া মৈত্র স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। এরপর তিনি সুপ্রিম কোর্টে তার বহিষ্কারকে চ্যালেঞ্জ করেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি শিল্পপতি গৌতম আদানি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্যদের আক্রমণ করার জন্য ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ টাকা এবং উপহার নিয়েছিলেন মহুয়া। বিষয়টি নিয়ে ব্যাপক হট্টোগোল পড়ে যায়। আর এই ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি।

লক্ষণীয় এত কিছুর পর টিএমএস এবারও মহুয়া মৈত্রকে আসন্ন লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছে। কৃষ্ণনগর লোকসভা আসন থেকে লড়ছেন মহুয়া।

Mohua Moitra cbi
Advertisment