Advertisment

Prajwal Revanna: সিবিআই নজরে দেবেগৌড়ার নাতি, শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন শোষণ, তোপ রাহুলের

সিবিআই তাঁর বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি করতে পারে বলেই খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Prajwal Revanna's Viral Obscene Video: ডিপফেকের শিকার দেবেগৌড়ার নাতি? অশ্লীল ভিডিও ফাঁস হতেই দূরত্ব বজায় বিজেপির

জেডি(এস) সাংসদ প্রজওয়াল রেভান্না জার্মানির উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে জানা গেছে। (ছবির উৎস: X/iPrajwalRevanna)

প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা অশ্লীল ভিডিও মামলায় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন রাহুল গান্ধী। এদিকে রেভান্নার বিরুদ্ধে আজ ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর সিবিআই তাঁর বিরুদ্ধে ব্লু কর্ণার নোটিশ জারি করতে পারে বলেই খবর।

Advertisment

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠিতে রাহুল গান্ধী লিখেছেন, 'প্রজ্জ্বল রেভান্না বহু বছর ধরে শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হয়রানি করেছেন এবং তাদের ভিডিও করেছেন।'

রেভান্নার অশ্লীল ভিডিও মামলা নিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি লিখেছেন, "প্রজ্জ্বল রেভান্না শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন শোষণ করেছে। তাঁর লালসার শিকার হওয়া সকল মহিলাকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের অনুরোধ জানাচ্ছি। এই জঘন্য অপরাধের জন্য দায়ী সকল দোষীকে বিচারের আওতায় আনা আমাদের সম্মিলিত দায়িত্ব।"

রাহুল গান্ধী লিখেছেন, "রেভান্না বহু বছর ধরে শ'য়ে শ'য়ে মহিলাকে যৌন হেনস্থা করেছেন এবং তাদের ভিডিও করেছেন। অনেকে যারা তাকে ভাই ও ছেলের মতো দেখতেন। তাদের সবচেয়ে হিংস্রভাবে মর্যাদা হরণ করা হয়েছিল। আমাদের মা-বোনদের ধর্ষণের জন্য কঠোরতম শাস্তি হওয়া দরকার"।

রাহুল গান্ধী তাঁর চিঠিতে আরও লিখেছেন, 'আমি এটা জেনে গভীরভাবে মর্মাহত বিজেপির সবচেয়ে ঊর্ধ্বতন নেতৃত্বের নজরে আনা সত্ত্বেও প্রধানমন্ত্রী গণধর্ষণকারীর পক্ষে প্রচার করেছেন।' কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে তাকে ভারত থেকে পালানোর সুযোগ করে দিয়েছে। আমি এর আগে এমন একজন প্রবীণ জনপ্রতিনিধি দেখিনি যিনি নারীদের প্রতি নির্যাতনে বারেবারে নীরব থেকেছেন। হরিয়ানার আমাদের কুস্তিগীর থেকে শুরু করে মণিপুরের আমাদের বোনেরা, ভারতীয় মহিলারা ধৈর্য্যশীল'।

প্রজ্বল রেভানার ঝামেলা বাড়ল, নতুন করে অপহরণের-ধর্ষণের মামলা দায়ের
হাসানের জনতা দলের (এস) সাংসদ প্রজওয়াল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ উঠেছে। ৩৩ বছর বয়সী সাংসদকে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সামনে আসার পরে, রাজ্য সরকার বিষয়টি তদন্ত করার জন্য একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠন করেছে।

এদিকে এই ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সম্ভবত জেডি(এস) সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে একটি ব্লু কর্নার নোটিশ জারি করতে পারে। শনিবার এই মামলায় রেভান্নার বাবা এইচ ডি রেভান্নার বিরুদ্ধে দ্বিতীয় লুকআউট নোটিশ জারি করেছে সিট।
কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না এবং তাঁর ছেলে প্রজ্বল রেভান্নার ঝামেলা আরও বাড়ছে। ‘যৌন নির্যাতন’ মামলায় রেভান্নার বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি করতে পারে সিবিআই। তাঁর বিরুদ্ধে অপহরণের নতুন মামলা দায়ের করা হয়েছে। এক যুবকের অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রেভান্নার বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করা হয়।

হাসান লোকসভা কেন্দ্র থেকে এনডিএ প্রার্থী ছিলেন রেভান্না। এই লোকসভা আসনের জন্য ভোট হয়েছিল ৬ এপ্রিল। কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্না এবং তাঁর ছেলে প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ইতিমধ্যেই হোলেনরাসিপুরা থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরা বলেছেন যে বুধবার রাতে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Sexual harassment
Advertisment