করোনায় আক্রান্ত এবার খোদ মুখ্য় নির্বাচন কমিশনার। ভাইরাসে সংক্রমিত হয়েছেন সুশীল চন্দ্র। কয়েকদিন আগেই সুনীল অরোরার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সংক্রমিত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাঁরা বাড়িতে থেকেই কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে এ খবর জানানো হয়েছে।
গত ১৩ এপ্রিল সুনীল অরোরার জায়গায় মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন সুশীল চন্দ্র। বাড়িতে থেকেই দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। তখনই তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। কমিশনের এক আধিকারিক এ কথা জানিয়েছেন। কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার সুশীল চন্দ্র এবং রাজীব কুমারের করোনায় আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেন।
এর আগে জানা গিয়েছিল, রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও ৩০ জনের মতো কর্মীও করোনা আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, কয়েক দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে কমিশনের কাছে আবেদন করেন, বাকি তিন দফার ভোটগ্রহণ একদিনে সম্পন্ন করতে। পরে সর্বদল বৈঠকেও সেই প্রস্তাব দেয় তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি ও বামেদের আপত্তিতে নির্ঘণ্ট মেনেই ভোটগ্রহণের সিদ্ধান্ত জানায় কমিশন।
এদিকে, টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী থাকার পর মঙ্গলবার সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৬১ জনের। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার পেরিয়ে গিয়েছে।