Advertisment

Chandrababu Naidu: নাইডুর বার্তার পরও চুপ নীতীশ, ফের কী খেলা দেখাবেন?

বুধবার দিল্লিতে জাতীয় গণতান্ত্রিক জোটের বৈঠকে যোগ দেবেন টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু এবং জনসেনা পার্টির প্রধান কে পবন কল্যাণ।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
chandrababu naidu

টিডিপি সভাপতি এন চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন যে অন্ধ্র প্রদেশে তাদের জয়ের পরে দলটি এনডিএ জোটের অংশ হতে থাকবে। (এক্সপ্রেস আর্কাইভস)

NDA Meeting Delhi: তেলেগু দেশম পার্টি (টিডিপি) অন্ধ্র প্রদেশে বিধান সভা নির্বাচনে 'ম্যাজিক' দেখানোর পাশাপাশি লোকসভা নির্বাচনে হয়ে উঠেছে এনডিএ-এর দ্বিতীয় বৃহত্তম দল।

Advertisment

দলের সভাপতি এন চন্দ্রবাবু নাইডু বুধবার বলেছেন, টিডিপি জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অংশ। সরকার গঠনে বিজেপির পাশেই আছে দল"। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি আজ এনডিএ-এর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছি । আমি শুধু এনডিএ-র সঙ্গেই আছি।”

অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৫ টি আসনের মধ্যে ১৬৪টি আসন জিতেছে এবং দল রাজ্যের ২৫ টি লোকসভা আসনের মধ্যে জিতেছে ১৬টি আসনে।

আরও পড়ুন : < Abhishek Banerjee: বল অভিষেকের হাতে! দুরন্ত ঘূর্ণিতে ঘুরে যাবে গোটা খেলা? ইণ্ডিয়া জোটে বাড়তি গুরুত্ব ‘যুবরাজ’কে >

সরকার গঠনের জন্য এনডিএ বৈঠকে যোগ দিতে নাইডু এবং জনসেনা পার্টি (জেএসপি) প্রধান কে পবন কল্যাণ বুধবার বিকেলে দিল্লি যাবেন। নাইডু ৯ জুন অমরাবতীতে তাঁর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতাদেরও আমন্ত্রণ জানাবেন বলেই খবর।

Chandrababu Naidu Nitish Kumar loksabha election 2024
Advertisment