NDA Meeting Delhi: তেলেগু দেশম পার্টি (টিডিপি) অন্ধ্র প্রদেশে বিধান সভা নির্বাচনে 'ম্যাজিক' দেখানোর পাশাপাশি লোকসভা নির্বাচনে হয়ে উঠেছে এনডিএ-এর দ্বিতীয় বৃহত্তম দল।
দলের সভাপতি এন চন্দ্রবাবু নাইডু বুধবার বলেছেন, টিডিপি জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) অংশ। সরকার গঠনে বিজেপির পাশেই আছে দল"। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমি আজ এনডিএ-এর বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছি । আমি শুধু এনডিএ-র সঙ্গেই আছি।”
অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ জোট ১৭৫ টি আসনের মধ্যে ১৬৪টি আসন জিতেছে এবং দল রাজ্যের ২৫ টি লোকসভা আসনের মধ্যে জিতেছে ১৬টি আসনে।
আরও পড়ুন : < Abhishek Banerjee: বল অভিষেকের হাতে! দুরন্ত ঘূর্ণিতে ঘুরে যাবে গোটা খেলা? ইণ্ডিয়া জোটে বাড়তি গুরুত্ব ‘যুবরাজ’কে >
সরকার গঠনের জন্য এনডিএ বৈঠকে যোগ দিতে নাইডু এবং জনসেনা পার্টি (জেএসপি) প্রধান কে পবন কল্যাণ বুধবার বিকেলে দিল্লি যাবেন। নাইডু ৯ জুন অমরাবতীতে তাঁর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিজেপি নেতাদেরও আমন্ত্রণ জানাবেন বলেই খবর।