Advertisment

Chandrababu Naidu: 'কাঁটে কি টক্কর', ঝুঁকি নিতে নারাজ মোদী, পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী হিসাবে নাইডুর শপথগ্রহণ

মোদীর শপথগ্রহণ না হওয়া পর্যন্ত দিল্লিতেই থাকবেন চন্দ্রবাবু নাইডু।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrababu Naidu

বৃহস্পতিবার টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (ছবি: পিটিআই)

Election Results 2024 : সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এদিকে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। তাই কোন রকমের ঝুঁকি নিতে চাইছে না বিজেপি। লোকসভায় ১৬ আসন জেতার পাশাপাশি রাজ্যে ১৬৪ আসন জিতেছে চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণ ৯ জুন থেকে ১২ জুন করা হয়েছে। সূত্রের খবর ৮ জুন শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর শপথ গ্রহণে যোগ দেবেন তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। তাই তাঁর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের দিন পেছানো হতে পারে বলেই খবর।

Advertisment

টিডিপির মুখপাত্র কে পট্টাভী রাম বলেছেন যে নাইডু নয়াদিল্লিতে মোদীর শপথ অনুষ্ঠানে যোগদানের পরে তাড়াহুড়ো করে অমরাবতী পৌঁছানো এড়াতে চান। রাজ্যের রাজধানীতে অনুষ্ঠানে বিজেপির বেশ কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানিয়েছেন টিডিপি প্রধান। তিনি বলেছেন, সম্ভবত ১২ জুন তিনি শপথ নেবেন। চন্দ্রবাবু ৭ জুন এনডিএ সংসদীয় দলের বৈঠকে দিল্লিতে থাকবেন এবং ৮ জুন শপথ অনুষ্ঠানে যোগ দেবেন। তার একদিন পর তিনি অমরাবতীতে ফিরে আসবেন এবং শপথ গ্রহণ করবেন। ১২ জুন, "।

আরও পড়ুন : < INDIA Alliance Meeting: ‘সঠিক সময়েই সঠিক পদক্ষেপ’, বিরাট ইঙ্গিত খাড়গের, NDA-এর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে INDIA জোট >

জনসেনা পার্টি (জেএসপি) প্রধান কে পবন কল্যাণ, যিনি প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন, তিনিও নাইডুর সঙ্গে নয়াদিল্লিতে থাকবেন। সিনিয়র টিডিপি নেতারা অমরাবতীতে সচিবালয় এবং অন্যান্য সরকারি অফিসে নজরদারি বজায় রাখার জন্য পুলিশকে অনুরোধ করেছেন যাতে কেউ কোনও নথি বা রেকর্ড নষ্ট করতে না পারে। টিডিপি-নেতৃত্বাধীন এনডিএ বিধানসভা নির্বাচনে ১৬৪ টি আসন জিতেছে যেখানে ওয়াইএসআরসিপি মাত্র ১১ টি আসন পেয়েছে। টিডিপি একাই পেয়েছে ১৩৫টি আসন, জেএসপি ২১টি এবং বিজেপি ৮টি আসন পেয়েছে।

NDA modi Chandrababu Naidu
Advertisment