/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/rahul-gandhi-manifesto-759-3.jpg)
রাহুল গান্ধী।
রাফাল চুক্তি নিয়ে রায় দিচ্ছিল আদালত। সেই সময়ে কংগ্রেস সভাপতি স্লোগান দিয়েছিলেন 'চৌকিদার চোর হ্যায়'। এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে নোটিস ধরাল সুপ্রিম কোর্ট।
বিজেপি নেত্রী মীনাক্ষী লেখির আবেদনের শুনানি চলছিল আদালতে। শুনানি চলাকালীন গান্ধীর হয়ে সওয়াল করা অভিষেক মনু সিঙ্ঘভি রাহুলের মন্তব্যের জন্য আক্ষেপ করেন। পিটিআই সূত্রে খবর, অন্যদিকে লেখির আইনজীবী মুকুল রোহতাগি আদালতে বলেন, 'আইনের চোখে এর কোনও ক্ষমা নেই'।
আরও পড়ুন, লোকসভার তৃতীয় দফায় প্রাণ ঝরল বাংলায়
Supreme Court issues notice to Congress President Rahul Gandhi in contempt plea by BJP leader Meenakshi Lekhi " for allegedly stating that the Court had said that 'Chowkidr chor hai'. Matter to be listed along with petitions seeking review of its Rafale judgment @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) April 23, 2019
আদালতে জমা দেওয়া এক হলফনামায় রাহুল গান্ধী জানান নিজের মন্তব্যের জন্য তিনি অনুতপ্ত। "রাজনৈতিক প্রচারের সময়ে মুহূর্তের উত্তেজনার কারণে আমি এই মন্তব্য করে ফেলেছিলাম। তবে এটা স্পষ্ট, সুপ্রিম কোর্ট কেন, কোনও আদালতই এই স্লোগানের প্রচার করতে পারে না"।
রাফাল চুক্তির রায় দেওয়ার সময়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত বিচারপতি এস কে কউল, এবং কে এম জোসেফের বেঞ্চ জানিয়েছে হিন্দু এবং এএনআই-এর জমা দেওয়া নথি আদালতে গ্রাহ্য হবে। কেন্দ্র এতে আপত্তি জানিয়ে বলে এটি জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এবং ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
শীর্ষ আদালতের নির্দেশের পর রাহুল বলেন "সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেই দিয়েছে চৌকিদার আসলে চোরই"।
Read the full story in English