Advertisment

Lok Sabha elections: হ্যাটট্রিক নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, শপথ নিয়েই 'জমকালো সেলিব্রেশন', প্রস্তুতি জোরকদমে!

২০১৯ সালে, নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় মেয়াদে ফলাফল ঘোষণার এক সপ্তাহ পরে ৩০ মে শপথ গ্রহণ করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Confident of win, BJP plans ‘political event’ to celebrate; likely over weekend

লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে রবিবার পাটনায় বিজেপি কর্মীরা মিষ্টি প্যাক করছে। (পিটিআই)

BJP plans political event: জয়ের 'হ্যাটট্রিক নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি, শপথ নিয়েই শুরু উদযাপনের প্রস্তুতি। নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই, ভারতীয় জনতা পার্টি একটি জমকালো সেলিব্রেশনের প্রস্তুতি শুরু করেছে। বিশ্বের একাধিক প্রতিবেশী দেশের সরকারের প্রতিনিধিসহ ৮ হাজার থেকে ১০ হাজার লোকের এই কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলেই জানা গিয়েছে।

Advertisment

প্রায় দু মাস ধরে চলা লোকসভা নির্বাচনের পর ফল ঘোষণা আগামীকাল অর্থাৎ মঙ্গলবার। তবে ফলাফল সামনে আসার আগেই 'মেজাজ' ধরে রাখল ভারতীয় জনতা পার্টি। জয়ের হ্যাটট্রিকের ব্যাপারে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। সূত্রের খবর, ফলাফল বিজেপির পক্ষে গেলেই এই সপ্তাহান্তে রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে 'সেলিব্রেশনে' সামিল হবে বিজেপি।

রিপোর্ট অনুসারে জানা গিয়েছে বিজেপি নতুন সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহন অনুষ্ঠান ছাড়াও একটি রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করছে। এছাড়া নতুন সরকার গঠনের প্রস্তুতিও পুরোদমে চলছে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের চলছে শেষ পর্যায়ের প্রস্ততি। রাষ্ট্রপতির সচিবালয় ২৮ মে একটি দরপত্র জারি করেছিল। এই টেন্ডারের মোট আনুমানিক খরচ ২১.৯৭ লক্ষ টাকা। সোমবার এই টেন্ডার খোলা হবে এবং এই কাজ শেষ করতে ঠিকাদারের পাঁচ দিন মতো সময় লাগবে।

আরও পড়ুন - < Abhishek Banerjee: কাল ভোট গণনাকেন্দ্রে কী করতে হবে? দলের এজেন্ট-প্রার্থীদের ‘ছক’ বলে দিলেন অভিষেক >

Confident of win, BJP plans ‘political event’ to celebrate; likely over weekend
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (পিটিআই/ফাইল)

সূত্রের খবর, গত সপ্তাহেই রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (CPWD) ইতিমধ্যেই এই ইভেন্ট নিয়ে কাজ করছে। এছাড়াও, লোকসভা সচিবালয় বিমানবন্দর এবং রেলস্টেশনে দেশ জুড়ে নবনির্বাচিত সাংসদদের আগমন এবং তাদের দিল্লিতে থাকার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন : < Exit poll: বদলে যাবে সব অঙ্ক! জিতছেন রাহুল, রাজ্যে কোন আসনই পাবেনা বিজেপি, এক্সিট পোলের কাঁপুনি ধরানো দাবি! >

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারী শপথ অনুষ্ঠানের দিন বিজেপি তার রাজনৈতিক কর্মসূচিও পালন করতে পারে। এই অনুষ্ঠানটি ভারত মন্ডপম বা কর্তব্য পথে অনুষ্ঠিত হতে পারে। এই অনুষ্ঠানে সাউন্ড-এন্ড-লাইট শো-এর মাধ্যমে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে। দেশ বিদেশ থাকবেন একাধিক দেশের প্রতিনিধিসহ ৮ হাজার থেকে ১০ হাজার বিশিষ্ট অতিথি। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর উদযাপনের প্রস্তুতি এখনও চূড়ান্ত হয়নি। তবে সম্ভবত ৯ জুন হতে পারে এই অনুষ্ঠান।

bjp modi লোকসভা নির্বাচন ২০২৪ loksabha election 2024
Advertisment