Advertisment

Rahul Gandhi-PM Modi Debate: কেমন হতে চলেছে মোদী-রাহুল বিতর্ক? তৈরি কংগ্রেস, কী জানাল বিজেপি?

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কের বসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi PM Modi debate

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কের বসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কের বসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। লোকসভা নির্বাচনের মাঝে মোদী-রাহুল গান্ধীর বিতর্কের সাক্ষ্মী থাকতে মুখিয়ে রয়েছে গোটা দেশ। কিন্তু আদৌ কী হবে সেই বিতর্ক? এই নিয়ে এবার সোজা সাপটা জবাব দিলেন রাহুল গান্ধী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিতর্কে বসতে তাঁর কোন আপত্তি নেই। এখন প্রশ্ন উঠেছে মোদী কী অংশ নেবেন এই বিতর্কে? যদিও বিজেপির তরফে সেবিষয়ে কিছু বলা না হলেও প্রশ্ন তোলা হয়েছে কে রাহুল গান্ধী? কেন'ই বা মোদী রাহুলের সঙ্গে বিতর্কে বসতে যাবেন? তিনি তো প্রধানমন্ত্রীর মুখও নন!

Advertisment

লোকসভা নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। এর মাঝেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন বি লকুর, দিল্লি হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি অজিত পি শাহ এবং সাংবাদিক এন রামের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চলতি লোকসভা নির্বাচন নিয়ে মুখোমুখি বিতর্কে বসার আমন্ত্রণ জানানো হয়েছিল।

এই চিঠির পালটা রাহুল গান্ধীও চিঠি দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিতর্কে তিনি প্রস্তুত। রাহুল গান্ধীর এই বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। বিজেপি বলেছে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী পদের মুখও নন। বিজেপি নেতা এবং সাংসদ তেজস্বী সূর্য প্রশ্ন করেন, কে রাহুল গান্ধী যার সঙ্গে প্রধানমন্ত্রীর বিতর্কে বসবেন?

তেজস্বী সূর্য বলেছেন, 'রাহুল গান্ধী কে, যার সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বিতর্কে বসা উচিত? রাহুল গান্ধী কংগ্রেসের প্রধানমন্ত্রীর মুখও নন।

রাহুল গান্ধী শনিবার বলেন, তিনি বা দলের প্রধান মল্লিকার্জুন খাড়গে এই ধরনের আলোচনায় অংশ নিতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিতর্কে অংশ নেবেন।

রাহুল সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ তার প্রতিক্রিয়া শেয়ার করেছেন। রাহুল চিঠিতে আরও বলেছেন, "প্রধানমন্ত্রী কখন এবং কবে বিতর্কে অংশগ্রহণ করতে রাজি হন তা দয়া করে আমাদের জানান।"

শুক্রবার লখনউতে একটি অনুষ্ঠানে, রাহুলকে প্রধানমন্ত্রী এবং তাঁর মধ্যে বিতর্কের প্রস্তাব সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, “আমি যে কারও সঙ্গে বিতর্ক করতে ১০০ শতাংশ প্রস্তুত। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও কিন্তু আমি প্রধানমন্ত্রীকে জানি এবং তিনি আমার সঙ্গে বিতর্ক করবেন না।”

কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ কেসি ভেনুগোপাল রাহুল চিঠিটি আপলোড করার পরে তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন: "কংগ্রেস আমাদের দেশের সমস্যা নিয়ে বিতর্কের জন্য প্রস্তুত - যে প্রধানমন্ত্রী গত ১০ বছরে একটিও সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেননি তিনি কি সাহস করে বিতর্কে অংশ নেবেন?"

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান মন্ত্রী স্মৃতি ইরানিও রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছেন, আমেঠি থেকে বিজেপির এক কর্মীর সঙ্গে যার লড়াই করার সাহস নেই, তিনি কোন মুখে মোদীর সঙ্গে বিতর্কে বসতে চাইছেন?এর সঙ্গেই তিনি প্রশ্ন তোলেন রাহুল কী কংগ্রেসের প্রধানমন্ত্রী মুখ? যে মোদী তাঁর সঙ্গে বিতর্কে বসবেন?

modi rahul gandhi
Advertisment