Advertisment

লক্ষাধিক টাকার স্যুট ইস্যুতে মোদীর অস্ত্র আম্বেদকর, গুগলিতে বেসামাল, ব্যাকফুটে কংগ্রেস

তেলেঙ্গানায় ভোট প্রচারের গিয়ে বিআরএস-কংগ্রেসকে দলিত বিরোধী বলে নিশানা করেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
"telangana, telangana news, telangana election, prime minister modi, pm modi, modi hyderabad rally, madiga community, br ambedkar, ambedkar bharat ratna, who gave bharat ratna to ambedkar"

লক্ষাধিক টাকার স্যুট ইস্যুতে মোদীর অস্ত্র আম্বেদকর, গুগলি বেসামাল, ব্যাকফুটে কংগ্রেস

মোদীর লক্ষাধিক টাকা দামি স্যুট ইস্যুতে সুর চড়িয়েছিলেন রাহুল গান্ধী। এবার ভোটমুখী তেলেঙ্গানায় কার্যত কংগ্রেসকে ধুয়ে দিলেন মোদী। ২৪-এর লোকসভাই পাখির চোখ বিজেপির। তার আগে ৫ রাজ্যের বিধানসভা ভোটের মাধ্যমে গুঁটি সাজিয়ে নিতে চাইছে পদ্মশিবির।  তেলেঙ্গানায় ভোট প্রচারের গিয়ে বিআরএস-কংগ্রেসকে দলিত বিরোধী বলে নিশানা করেন মোদী। পাশাপাশি আম্বেদকরকে কয়েক দশক ধরে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়নি তার দায়ভার সম্পুর্ণ ভাবে কংগ্রেসের ওপর চাপিয়েছেন মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানার বিআরএস সরকারকে কটাক্ষ করে বলেছেন দলিতকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দেওয়া হয় বিআরএসের তরফে কিন্তু সরকার গঠনের পরে, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও প্রতিটি দলিতের আশা-আকাঙ্খাকে চূর্ণ করে দিয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বিআরএস দলিত বিরোধী এবং কংগ্রেসও কম কিছু নয়।

প্রধানমন্ত্রী মোদী শনিবার বলেছেন যে কেন্দ্র শীঘ্রই একটি কমিটি গঠন  করবে যা তফসিলি জাতি শ্রেণিবিন্যাসের দাবির বিষয়ে মাদিগাদের (একটি এসসি সম্প্রদায়) ক্ষমতায়নের সমস্ত সম্ভাব্য উপায়গুলি খতিয়ে দেখবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে বিজেপি গত তিন দশক ধরে প্রতিটি লড়াইয়ে তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, 'আমরা ন্যায়বিচার নিশ্চিত করব। এমনকি আদালতেও আপনি ন্যায়বিচার পান এটাই ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত সরকার আপনার মিত্র হিসাবে ন্যায়বিচারের পক্ষে পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াবে।

সরকার দরিদ্র কল্যাণ, বঞ্চিত মানুষদের অগ্রাধিকার দিচ্ছে

জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, স্বাধীনতার পর দেশে অনেক সরকার দেখেছেন। আমাদের সরকার এমন যে এর সর্বোচ্চ অগ্রাধিকার দরিদ্রদের কল্যাণ এবং বঞ্চিতদের অগ্রাধিকার দেওয়া। বিজেপি যে মন্ত্রে কাজ করে তা হল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রচেষ্টা। আগের সরকারগুলো গরীব ও দলিতদের উপেক্ষা করেছে।

কংগ্রেস আম্বেদকরকে দুবার নির্বাচনে জিততে দেয়নি

মোদী এদিন কংগ্রেসকে নিশানা করে বলেন, বিআর আম্বেদকরকে দুবার নির্বাচনে জিততে দেয়নি কংগ্রেস । সংসদে বাবা সাহেবের ছবি পর্যন্ত রাখেনি কংগ্রেস। কংগ্রেসের কারণেই সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরকে কয়েক দশক ধরে ভারতরত্ন দেওয়া হয়নি এবং এটি কেন্দ্রে বিজেপি সমর্থিত সরকার গঠনের পরেই সম্ভব হয়।

modi Telengana
Advertisment