Advertisment

Congress manifesto: জাতশুমারি, থেকে সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ! ইস্তেহারে আর কী চমক কংগ্রেসের?

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশ করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
"Congress, Election 2024, Manifesto

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরাট প্রতিশ্রুতি কংগ্রেসের।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরাট প্রতিশ্রুতি কংগ্রেসের। 'ন্যায় পত্র' ঘোষণার মাধ্যমে দেশবাসীকে চমকে দিয়েছে শতাব্দী প্রাচীন এই দল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং দলের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী ইস্তেহার প্রকাশ করেন। ন্যায় পত্রে এমএসপি আইন, বর্ণ শুমারি, সংরক্ষণের সীমা বাড়ানো সহ দেওয়া হয়েছে বেশ কয়েকটি বড় প্রতিশ্রুতি।

Advertisment

কংগ্রেস লোকসভা নির্বাচনের জন্য তার ইস্তেহার প্রকাশ করেছে। দল এর নাম দিয়েছে 'ন্যায় পত্র'। এর মাধ্যমে কংগ্রেস জনসাধারণকে ২৫ টি গ্যারান্টির কথা ঘোষণা করেছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দরিদ্র পরিবারের মহিলাদের জন্য ১ লক্ষ টাকা বার্ষিক সহায়তার প্রতিশ্রুতি। কংগ্রেসের ইস্তেহারে সামাজিক ন্যায় বিচারের পাঁচ গ্যারান্টি দেওয়া হয়েছে। ইস্তেহারে ন্যায়বিচারের পাঁচটি স্তম্ভের উপর জোর দেওয়া হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে 'যুব ন্যায়', 'নারী ন্যায়', 'কিষাণ বিচার', 'শ্রমিক ন্যায়' এবং 'অধিকারের ন্যায়'।

শুধু তাই নয়, কংগ্রেস তার ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়েছে যে দেশে তাদের সরকার গঠিত হলে তারা একটি বর্ণভিত্তিক জাতশুমারির পাশাপাশি সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশের বেশি বাড়িয়ে দেবে। পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ সংরক্ষণ কোন বৈষম্য ছাড়াই সকল জাতি ও সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। ইস্তেহারে, কংগ্রেস আরও বলেছে যে ক্ষমতায় আসার পরে, তারা নতুন শিক্ষা নীতি নিয়ে রাজ্য সরকারের পরামর্শ করবে এবং প্রয়োজনে এতে সংশোধন আনা হবে।

‘গত ১০ বছরে দুর্নীতির তদন্ত হবে’

কংগ্রেস তার ইস্তেহারে ঘোষণা করেছে যে কেন্দ্রে সরকার গঠিত হলে বিগত ১০ বছরে যে দুর্নীতি হয়েছে তার তদন্ত করা হবে। এ জন্য উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে একটি জাতীয় বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল, সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী , প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং আরও অনেক সিনিয়র নেতারা।

কংগ্রেস যে গ্যারান্টির কথা বলেছে তার মধ্যে রয়েছে ৩০ লাখ সরকারি চাকরি প্রদানের প্রতিশ্রুতি এবং এক বছরের জন্য 'শিক্ষানবিশ কর্মসূচির' অধীনে যুবকদের ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি।

কংগ্রেসের ইস্তেহার প্রসঙ্গে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমাদের ইস্তাহারটি দেশের রাজনৈতিক ইতিহাসে 'ন্যায়বিচারের দলিল' হিসেবে স্মরণীয় হয়ে থাকবে'।

কংগ্রেসের ইস্তেহারের বড় ঘোষণা

  • দৈনিক ৪০০ টাকা ন্যূনতম মজুরির গ্যারান্টি।
  • দরিদ্র ভারতীয় পরিবারের প্রত্যেক মহিলাকে প্রতি বছর ১ লক্ষ টাকা দেওয়ার জন্য মহালক্ষ্মী যোজনা চালু করবে।
  • অবিলম্বে জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
  • স্বাস্থ্যসেবার জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস বীমার রাজস্থান মডেল সারা দেশে গৃহীত হবে।
  • অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে এবং সশস্ত্র বাহিনীর জন্য স্বাভাবিক নিয়োগ পুনরায় শুরু করা হবে
  • দেশব্যাপী আর্থ-সামাজিক ও জাত শুমারি পরিচালিত হবে।
  • SC, ST এবং OBC-র জন্য সংরক্ষণের ৫০ শতাংশ সীমা বাড়ানোর জন্য সাংবিধানিক সংশোধনী পাস করা হবে।
  • চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে EWS-এর জন্য ১০ শতাংশ সংরক্ষণ কোনো বৈষম্য ছাড়াই সকল জাতি ও সম্প্রদায়ের জন্য কার্যকর করা হবে।
  • ২৫ বছরের কম বয়সী প্রত্যেক ডিপ্লোমাধারী বা স্নাতককে এক বছরের শিক্ষানবিশ প্রদানের জন্য নতুন শিক্ষানবিশ অধিকার আইনের গ্যারান্টি।
  • প্রতি বছর সরকার ঘোষিত এমএসপিতে আইনি গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি।
  • কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্তরে অনুমোদিত পদগুলিতে প্রায় ৩০ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে।
  • বিজেপিতে যোগদানের পরে যারা দুর্নীতি থেকে রেহাই পেয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করা হবে। পাশাপাশি ক্ষমতায় এলে আগামী ১০ বছরে ২৩ কোটি মানুষের দারিদ্র থেকে বের করে আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
  • LGBTQIA+ সম্প্রদায়ের অন্তর্গত দম্পতিদের বিশেষ আইন প্রনয়নের ঘোষণা। ব্যক্তিগত স্বাধীনতায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করে এমন সমস্ত আইন ও বিধি বাতিল করার প্রতিশ্রুতি।
  • প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট, ১৯৭৮-এর সংশোধন।
  • মালদ্বীপ ও চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা।
  • জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির অধীনে প্রবীণ নাগরিক, বিধবা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পেনশন বাড়িয়ে ১হাজার টাকা করার প্রতিশ্রুতি।
  • ২০২৫ সাল থেকে মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরিতে অর্ধেক (৫০ শতাংশ) সংরক্ষণ।
  • প্রত্যেক নাগরিকের মতো সংখ্যালঘুদেরও পোশাক, খাবার, ভাষা এবং ব্যক্তিগত পছন্দকে স্বীকৃতি।
CONGRESS
Advertisment