Lok Sabha Election 2019: মোদী-শাহের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে সুপ্রিম কোর্টে কংগ্রেস

" জনসমক্ষে মোদী এবং অমিত শাহ হিংসা উদ্রেককারী ভাষণ দিয়েছেন। ২৩ এপ্রিল, গুজরাতে ভোটের দিন মোদী আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন", আবেদনে জানিয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সদস্য সুস্মিতা দেব।

" জনসমক্ষে মোদী এবং অমিত শাহ হিংসা উদ্রেককারী ভাষণ দিয়েছেন। ২৩ এপ্রিল, গুজরাতে ভোটের দিন মোদী আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন", আবেদনে জানিয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সদস্য সুস্মিতা দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে আবেদন করলেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। আগামী মঙ্গলবার, শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

Advertisment

সুস্মিতা দেবের অভিযোগ, মোদী এবং অমিত শাহের নির্বাচন বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও নির্বাচনী প্যানেল উপযুক্ত ব্যবস্থা নেয়নি। " জনসমক্ষে মোদী এবং অমিত শাহ হিংসা উদ্রেককারী ভাষণ দিয়েছেন। ২৩ এপ্রিল, গুজরাতে ভোটের দিন মোদী আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন", আবেদনে জানিয়েছেন সর্বভারতীয় মহিলা কংগ্রেস সদস্য সুস্মিতা দেব।

আরও পড়ুন, অধীরকে ঘিরে বিক্ষোভ, ‘গালিগালাজ’

Advertisment

গত সপ্তাহেই কংগ্রেসের তরফে অভিযোগ ওঠে, "মডেল কোড অব কন্ডাক্ট আসলে মোদী কোড অব কন্ডাক্টে পরিনত হয়েছে"। কংর্রেসের মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি অভিযোগ করেছিলেন তেমনটাই। তিনি বলেন বিগত ৫/৬ সপ্তাহে বিজেপি ৩৭টি ভাষণ দিয়েছে, যার মধ্যে অন্ততপক্ষে দশটি ভাষণ ঘৃণা উদ্রেককারী, উস্কানিমূলক, অথবা বিভাজন নীতির ওপর ভিত্তি করা ভাষণ। বিজেপির ভাষণের মধ্যে রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টা ছিল বলেই অভিষেক সিঙ্ঘভির অভিযোগ।

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও অভিযোগ এনেছেন, নির্বাচন কমিশনের বিজেপির প্রতি পক্ষপাত রয়েছে। "বিজেপির নির্বাচন বিধি লঙ্ঘন নিয়ে কমিশনের পদক্ষেপ গ্রহণে রীতিমতো অনীহা রয়েছে", বলেছেন চিদম্বরম।

Read the full story in English

election commission General Election 2019