Advertisment

Lok Sabha Election 2019: বাংলার আরও ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

General Election 2019: কলকাতা উত্তর, তমলুক, ঘাটাল ও আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর আগে দু’দফায় মোট ৩৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha vote 2019, congress, লোকসভা ভোট ২০১৯, কংগ্রেস

বাংলার আরও ৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস।

Lok Sabha Election 2019: বাংলার আরও ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। কলকাতা উত্তর, তমলুক, ঘাটাল ও আসানসোল কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। এর আগে দু’দফায় মোট ৩৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল কংগ্রেস। বাঁকুড়া ও যাদবপুর কেন্দ্রে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। সবমিলিয়ে এ নিয়ে রাজ্যের ৪২টি আসনের মধ্যে মোট ৪০টিতে প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

একনজরে জেনে নিন, রাজ্যের আরও ৪ আসনে হাত প্রতীকে কারা লড়বেন?

*কলকাতা উত্তর- সৈয়দ শাহিদ ইমাম

* তমলুক- লক্ষ্মণ শেঠ

* ঘাটাল- মহম্মদ সৈফুল্লা

* আসানসোল- বিশ্বরূপ মণ্ডল

আরও পড়ুন, Lok Sabha Election 2019: বাংলায় আরও ২৫ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

রাজ্যের বাকি ৩৬ আসনে কংগ্রেস প্রার্থী কারা? জেনে নিন একনজরে...

* রানাঘাট- মিনতি বিশ্বাস

* বনগাঁ- সৌরভ প্রসাদ

* হাওড়া- শুভ্রা ঘোষ

* উলুবেড়িয়া- সোমা রানিশ্রী রায়

* ডায়মন্ড হারবার- সৌম্য আইচ রায়

* বর্ধমান-দুর্গাপুর- রণজিৎ মুখোপাধ্যায়

* পুরুলিয়া- নেপাল মাহাত

* কাঁথি- দীপক কুমার দাস

* বোলপুর- অভিজিৎ সাহা

*কৃষ্ণনগর – ইন্তাজ আলি শাহ

* কলকাতা দক্ষিণ- মিতা চক্রবর্তী

* দমদম- সৌরভ সাহা

* বসিরহাট- কাজি আব্দুর রহিম

* বারাসত- সুব্রতা দত্ত

* হুগলি- প্রতুল সাহা

* মেদিনীপুর- শম্ভুনাথ চট্টোপাধ্যায়

* বীরভূম – ইমাম হোসেন

* আরামবাগ – জ্যোতি দাস

* জয়নগর – তপন মণ্ডল

* শ্রীরামপুর- দেবব্রত বিশ্বাস

* বারাকপুর- মহম্মদ আলম

* মথুরাপুর- কৃত্তিবাস সর্দার

* বিষ্ণুপুর- নারায়ণ চন্দ্র খাঁ

* ঝাড়গ্রাম –জগেশ্বর হেমব্রম

* বর্ধমান পূর্ব – সিদ্ধার্থ মজুমদার

* কোচবিহার – প্রিয়া রায়চৌধুরী

* আলিপুরদুয়ার – মোহনলাল বসুমাতা

* জলপাইগুড়ি – মণি কুমার দারনাল

* দার্জিলিং – শঙ্কর মালাকার

* রায়গঞ্জ – দীপা দাশমুন্সী

* বালুরঘাট – সাদিক সরকার

* মালদহ উত্তর – ঈশা খান চৌধুরী

* মালদহ দক্ষিণ – আবু হাসেম খান চৌধুরী

* জঙ্গিপুর – অভিজিৎ মুখোপাধ্যায়

* মুর্শিদাবাদ – আবু হেনা

* বহরমপুর – অধীর চৌধুরী

CONGRESS rahul gandhi lok sabha 2019 General Election 2019
Advertisment