Advertisment

Modi On Congress: সন্ত্রাসবাদকে মদত! ২৬/১১ প্রসঙ্গ টেনে কংগ্রেসকে বেনজির আক্রমণ, প্রচারে ছক্কা হাঁকালেন মোদী

ভোটব্যাঙ্কের কারণেই পাকিস্তানের বিরুদ্ধে নীরব ছিল কংগ্রেস! ওড়িশার নির্বাচনী জনসভা থেকে মোদীর ধুঁয়াধার আক্রমণ।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi , pakistan, congress, 26/11 attacks congress, terrorism"

ভোটব্যাঙ্কের কারণেই পাকিস্তানের বিরুদ্ধে নীরব ছিল কংগ্রেস! ওড়িশার নির্বাচনী জনসভা থেকে মোদীর ধুঁয়াধার আক্রমণ।

'২৬/১১-এর পরেও স্রেফ ভোটব্যাঙ্কের কারণেই পাকিস্তানের বিরুদ্ধে নীরব ছিল কংগ্রেস! ওড়িশার নির্বাচনী জনসভা থেকে মোদীর ধুঁয়াধার আক্রমণ।

Advertisment

নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে বারেবারে সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী। তবে এবার ওড়িশার নির্বাচনী মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন ২৬/১১-এর মুম্ব ই হামলার পরে ভোটব্যাঙ্কের কারণেই তৎকালীন শাসক দল কোনও পদক্ষেপ নেয়নি। সেই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, 'কংগ্রেসের "দুর্বল মানসিকতার ফল বছরের পর বছর ভুগতে হয়েছে কাশ্মীরের সাধারণ মানুষকে'।

মোদী তাঁর ভাষণে বলেন, সেই অন্ধকার দিনগুলি ভারত কখনই ভুলবে না। যখন ঘন ঘন সন্ত্রাসবাদী হামলার শিকার হত সাধারণ মানুষ এবং কংগ্রেস নেতারা সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিত'।প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ারের " পাকিস্তান নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে গ্র্যান্ড ওল্ড দল দেশবাসীর মধ্যে ভয়ের বাতাবরণ সৃষ্টির চেষ্টা করছে"।

প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে ৫০ টির বেশি আসন পাবে না । বিরোধী দলে বসার যোগ্যতাও হারাবে কংগ্রেস বলেও উল্লেখ করেন মোদী।

modi loksabha election 2024
Advertisment