লোকসভা ভোটের মাঝেই মোদীর চাঞ্চল্যকর অভিযোগ। কর্ণাটকের এক জনসভা থেকে মোদী এদিন কংগ্রেসকে নিশানা করে বলেন, 'ওয়ানাডে জয় নিশ্চিত করতে পিএফআই-এর সাহায্য নিচ্ছে কংগ্রেস…'। মোদীর এমন অভিযোগকে কেন্দ্র করে চড়তে শুরু করেছে রাজনীতির পারদ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকালে কর্ণাটকের বেলাগাভি জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কংগ্রেসকে তীব্র নিশানা করেন। প্রধানমন্ত্রী বলেন, 'ওয়ানাডে জিততে পিএফআই-এর সাহায্য নিয়েছে কংগ্রেস'।
মোদী তাঁর ভাষণে বলেন, 'গত ১০ বছরে, বিজেপি এবং এনডিএ সরকার দেশের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। এর একটি বড় উদাহরণ হল ইন্ডিয়ান জুডিশিয়াল কোড। কংগ্রেস মানসিকভাবে ব্রিটিশদের দাসত্বে ছিল। সেখান থেকে ব্রিটিশরাজকে মুক্ত করেছে বিজেপি। তিনি বলেন, 'নয়া বিধিতে শাস্তি নয়, বিচার প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে'।
সম্প্রতি ব্যাঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণ নিয়েও কংগ্রেসকে নিশানা করেন মোদী। তিনি বলেন, রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনাকে সিলিন্ডার বিস্ফোরণ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কংগ্রেস। শুধু তাই নয়, ওয়েনাডে জয়ের জন্য কংগ্রেস PFI-এর সাহায্য নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদি বলেছেন, 'ভারতের উন্নয়ন দেখে আজ কংগ্রেস লজ্জিত। কংগ্রেস দেশের গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করেছে, তাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস জাতীয় স্বার্থ থেকে দূরে এক পরিবারের স্বার্থে কাজ করেছে'। বেলাগাভিতে নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'কংগ্রেস সরকার কেবল তুষ্টির রাজনীতিকে অগ্রাধিকার দেয়, তারা শুধু তাদের ভোটব্যাংক নিয়ে চিন্তিত।
মোদী এদিনের ভাষণে কংগ্রেসকে দেশবিরোধী সংগঠন পিএফআই-এর সঙ্গে হাত মেলানোর অভিযোগ আনেন। তিনি বলেন, 'কংগ্রেস কেবল ওয়ানাডে একটি আসন জেতার জন্য এই ধরনের পিএফআই সন্ত্রাসবাদী সংগঠনকে রক্ষা করছে। কংগ্রেস আওরঙ্গজেবের নৃশংসতার কথা মনে রাখে না, যিনি আমাদের দেশের শত শত মন্দির ভেঙে দিয়েছিলেন। শুধু তাই নয়, মন্দিরগুলো অপবিত্র করা হয়। যে দলগুলো আওরঙ্গজেবের প্রশংসা করে তাদের সঙ্গে জোট বাঁধতে কংগ্রেস পিছপা হয়না'।
আরও পড়ুন- Lok Sabha election 2024: ভোটের মাঝেই বিরাট ধাক্কা, বেসামাল কংগ্রেস, পদত্যাগ দলের প্রধানের