scorecardresearch

উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রেই লড়বে কংগ্রেস, জানালেন গুলাম নবি আজাদ

সব জল্পনায় ইতি টেনে রবিবার কংগ্রেসের তরফে জানানো হল, উনিশের লড়াইয়ে উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে দল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

congress, কংগ্রেস
সপা-বসপার জোট ঘোষণার পরই উত্তরপ্রদেশ নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ ও সে রাজ্যের কংগ্রেস প্রধান রাজ বব্বর। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তরপ্রদেশে কংগ্রেসকে ‘খাটো’ করে ভাবাটা ভুল বলে ক’দিন আগেই মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। লোকসভা ভোটকে পাখির চোখ করে সপা-বসপা জোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই এবার উত্তরপ্রদেশে ঘুঁটি সাজানোর কাজ জোরকদমে শুরু করে দিল কংগ্রেস। সব জল্পনায় ইতি টেনে রবিবার কংগ্রেসের তরফে জানানো হল, উনিশের লড়াইয়ে উত্তরপ্রদেশের ৮০টি কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে দল। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই খবর।

সপা-বসপার জোট ঘোষণার পরই উত্তরপ্রদেশ নিয়ে দলীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ ও সে রাজ্যের কংগ্রেস প্রধান রাজ বব্বর। বৈঠকের পরই গুলাম নবি জানিয়েছেন, উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রেই প্রার্থী দেবে কংগ্রেস। ২০০৯ সালে লোকসভা ভোটের ফলের থেকেও কংগ্রেস দ্বিগুণ সংখ্যক আসন পাবে বলে আশাপ্রকাশ করেছেন আজাদ।

আরও পড়ুন, উনিশে বিজেপিকে রুখতে ২৪ বছর পর আবারও একসঙ্গে সপা-বসপা

উনিশে মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে হাত মিলিয়েছেন অখিলেশ-মায়াবতীরা। জোটে সপা-বসপা কংগ্রেসের ‘হাত’ না ধরলেও, জোটের সম্ভাবনা জিইয়ে রাখতে চাইছেন রাহুল গান্ধীরা। তাই বুয়া-বাবুয়ার জোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেসের গুলাম নবি আজাদ বললেন, ‘‘যদি কোনও ধর্মনিরপেক্ষ দল বিজেপির বিরুদ্ধে লড়তে চায়, তারা যদি আমাদের সঙ্গে থাকতে চায়, তবে আমরা তাদেরকে সঙ্গে নেব।’’

অন্যদিকে, সপা-বসপা জোটে কংগ্রেসের ঠাঁই না পাওয়া প্রসঙ্গে আজাদ বলেছেন, ‘‘উত্তরপ্রদেশে বিজেপির বিরুদ্ধে মহাজোটে অংশ নেবে কংগ্রেস, এটাই আমরা চেয়েছিলাম। কিন্তু কেউ যদি একসঙ্গে চলতে না চান, তাহলে তো কিছু করার নেই।’’ একইসঙ্গে সপা-বসপা জোটে জায়গা না হওয়া নিয়ে দলীয় কর্মীরা যে হতাশ হননি, সে ব্যাপারেও মুখ খুলেছেন কংগ্রেস নেতা। তাঁর কথায়, ‘‘ওঁরা বলছেন যে, আগে ঠিক হয়েছিল ২৫টি কেন্দ্রে দল লড়বে, কিন্তু এখন ওঁরা ৮০ টি কেন্দ্রেই লড়বেন।’’

উল্লেখ্য, জোটে কংগ্রেসকে সঙ্গে না নিলেও কংগ্রেসি ঐতিহ্যের কথা মাথায় রেখে আমেঠি ও রায়বরেলি, এই দুই কেন্দ্রে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতী। সেক্ষেত্রে ভোট পরবর্তী সময়ে জোটে ফেরার বিষয়টি ভেবে দেখতে পারে কংগ্রেস। এ প্রসঙ্গে আজাদ বলেছেন, জাতীয় স্তরে সব ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলকেই স্বাগত জানাবে কংগ্রেস।

উত্তরপ্রদেশে ৮০টি কেন্দ্রের মধ্যে ৩৮টি আসনে একসঙ্গে লড়বে সপা-বসপা। ২টি আসন রাখা হয়েছে ছোট দলগুলির জন্য। উত্তরপ্রদেশের কংগ্রেসি ঐতিহ্যের কথা স্মরণে রেখে রায়বরেলি এবং আমেঠি কেন্দ্রে আগামী লোকসভা নির্বাচনে কোনও প্রার্থী দেবে না সপা-বসপা জোট।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Congress to contest all 80 seats in uttar pradesh says ghulam nabi azad