Advertisment

Lok Sabha Election 2024: গভীর ষড়যন্ত্রের আঁচ, অনন্তনাগ-রাজৌরিতে নির্বাচনের দিন বদল? ওমর, মেহবুবার বড় দাবি

অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের নির্বাচন পিছিয়ে যাবে, কমিশনের কাছে ওমর আবদুল্লাহ-মেহবুবা মুফতির কী আবেদন?

author-image
IE Bangla Web Desk
New Update
PDP president Mehbooba Mufti

পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। (এক্সপ্রেস ফাইল ছবি)

অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের নির্বাচন পিছিয়ে যাবে, কমিশনের কাছে ওমর আবদুল্লাহ-মেহবুবা মুফতির কী আবেদন?
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের ভোটের তারিখ পরিবর্তন হতে পারে। পাঁচটি রাজনৈতিক দল এবং তিনটি নির্দল প্রার্থী নতুন তারিখ নির্ধারণের জন্য ভারতের নির্বাচন কমিশনকে (ইসিআই) চিঠি দিয়েছে। এই চিঠিতে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রের নির্বাচন নতুন তারিখ না ঘোষণা পর্যন্ত স্থগিত করার দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, ইসিআই রাজ্যের মুখ্য সচিবের কাছে এই বিষয়ে রিপোর্ট চেয়েছে। রিপোর্টের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisment

দুর্যোগপূর্ণ আবহাওয়া, রাস্তাঘাটের অবস্থা ও ভোটারদের প্রবেশাধিকার সংক্রান্ত সমস্যার ভিত্তিতে নির্বাচনের নতুন তারিখ চেয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছেন একাধিক রাজনৈতিক দল। বর্তমান নির্ঘন্ট অনুযায়ী, অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের ভোট হওয়ার কথা আগামী ৭ মে।

আবহাওয়ার সমস্যা ছাড়াও, রাজনৈতিক দলের তরফে অনন্তনাগ-রাজৌরি সংসদীয় কেন্দ্রের বর্তমান রাস্তার বেহাল দশাকেও নির্বাচনের দিন বদলের একটি বড় কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রার্থীরা আরও বলেছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটারদের কাছে পৌঁছাতে পারছেন না। বর্তমানে এই নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যসচিবের কাছে সব দফার রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

এদিকে ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ওমর আবদুল্লাহ এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি শুক্রবার অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসনের নির্বাচন স্থগিত না করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন।

শ্রীনগরে এক সংবাদ সম্মেলনে ওমর আবদুল্লাহ বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি, এমন কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয়। সব দলই নির্বাচন পেছানোর দাবি করেনি। আশ্চর্যের বিষয় হলো যারা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
কী বললেন মেহবুবা?
সাংবাদিকদের সাথে কথা বলার সময়, মেহবুবা বলেছিলেন যে সবাই আমার বিরুদ্ধে একটি দল গঠন করেছে কারণ তারা আমাকে সংসদে দেখতে চায় না। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আমার সমর্থনে এগিয়ে আসছে এবং তাই তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে নির্বাচন স্থগিত ও কারচুপি করতে চাইছে।

loksabha election 2024
Advertisment