কোভিড পরিস্থিতিতে বাংলায় সব সভা বাতিল রাহুলের

আপাতত মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে বিজেপি ও তৃণমূল নেতারা। রবিবার একাধিক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ।

আপাতত মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে বিজেপি ও তৃণমূল নেতারা। রবিবার একাধিক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাংলায় ক্রমশ বাড়ছে কোভিড। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭১৩ জন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে এবার বাংলায় বাকি সমস্ত নির্বাচনী সভা বাতিল করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন যেভাবে পশ্চিমবঙ্গের করোনা বাড়ছে সেই আবহে সমস্ত রাজনৈতিক মিছিল মিটিং র‍্যালি বাতিল করছেন সোনিয়া পুত্র।

Advertisment

পাশাপাশি তিনি বাকি রাজনৈতিক নেতাদেরও এই একই কাজ করার আর্জি জানিয়েছেন। রাহুল এদিন টুইটে আবেদন করেন যে ভাইরাসের বাড়বাড়ন্ত রুখতে সব দলের নেতারা যেন বাকি দফার জন্য স্থগিত রাখেন তাঁদের মিছিল মিটিং।

Advertisment

আরও পড়ুন, ভোট উৎসবে শিকেয় কোভিড বিধি, অনিয়মেই চলছে নির্বাচন

এদিকে, করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যে সিপিআইএম তথা বামফ্রন্টের তরফে কোনওরকম বড় নির্বাচনী জমায়েত আর হবে না বলেই জানানো হয়েছে। এই পদক্ষেপ ‘নজিরবিহীন’ এমনই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু আপাতত মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে বিজেপি ও তৃণমূল নেতারা। রবিবার একাধিক জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ

এদিন তেহট্টের সভায় বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'করোনা নিয়েই হাওড়ার এক বিজেপি প্রার্থী প্রচার করেছেন। দিল্লির নেতারা করোনা আক্রান্তদের নিয়ে প্রচার করছেন। বহিরাগতদের নিয়ে প্রচারে করোনা ছড়াচ্ছেন বিজেপি নেতারা।' এছাড়াও নির্বাচন কমিশনকেও লক্ষ্য করেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, "বাকি দফা কমালে এভাবে করোনা ছড়াত না। তৃণমূল একদফায় ভোট চেয়েছিল। বিজেপির কথা শুনে প্রচারের দিন কমিয়েছে কমিশন। কিন্তু, ভোট একদফায় শেষ করল না।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi coronavirus COVID-19 West Bengal Assembly Election 2021